(Source: Poll of Polls)
T20 World Cup 2021: টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ‘পুনর্বিবেচনা’ করা উচিত, এবার বললেন গিরিরাজও
পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ হওয়া উচিত কিনা, এই প্রশ্নের উত্তরে গিরিরাজ বলেছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো নয়। কাজেই এই বিষয়টির পুনর্বিবেচনা হওয়া উচিত বলেই মনে করি।
নয়াদিল্লি: টি ২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ বাতিলের দাবি উঠেছে কোনও কোনও মহলে। এবার একই ধরনের সুর শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহর গলাতেও। দুই দেশের তিক্ত সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই ম্যাচ ‘পুনর্বিবেচনা’ করে দেখার কথা বললেন তিনি। আগামী ২৪ অক্টোবর দুবাইতে টি ২০ বিশ্বকাপের এই ব্লকবাস্টার ম্যাচ হওয়ার কথা।
এরইমধ্যে জম্মু ও কাশ্মীরে টার্গেটেড কিলিংয়ের ঘটনা ঘিরে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ হওয়া উচিত কিনা, এই প্রশ্নের উত্তরে গিরিরাজ বলেছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো নয়। কাজেই এই বিষয়টির পুনর্বিবেচনা হওয়া উচিত বলেই মনে করি।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরে বেছে সাধারণ মানুষ, বিশেষ করে, স্থানীয় বাসিন্দা নন, এমন লোকজনকে লক্ষ্যবস্তু করেছে জঙ্গিরা। সম্প্রতিই কুলগামের ওয়ানপোহ এলাকায় দুই অ-কাশ্মীরী শ্রমিককে গুলি চালিয়ে খুন করেছে জঙ্গিরা। উত্তরপ্রদেশ থেকে আসা এক ফুচকা বিক্রেতা ও কাঠের শ্রমিককে গত শুক্রবার হত্যা করে জঙ্গিরা।
পঞ্জাবের মন্ত্রী পরাগত সিংহও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়, এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেছেন,টি ২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ হওয়া উচিত নয়। কারণ, সীমান্তের পরিস্থিতি উপযুক্ত নয়। দুই দেশের সম্পর্কে এখন টানাপোড়েন চলছে। আমাদের মানবতাকে সুরক্ষিত করতে হবে এবং এমন কিছু করা উচিত নয়, যাতে দুই দেশের সম্পর্কে আরও তিক্ততা তৈরি না হয়।
নিহত ফুচকা বিক্রেতা অরবিন্দ কুমার শাহর ভাই মুকেশ শাহও বলেছেন, ভারত-পাকিস্তানের ম্যাচ চিরদিনের জন্য বাতিল করে দেওয়া উচিত। তিনি বলেছেন, জঙ্গিরা পাকিস্তান থেকে এসে জম্মু ও কাশ্মীরে ঢুকে লোকজনকে মারছে। সেজন্য আমাদের পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলা উচিত নয়।
অন্যদিকে, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি পাকিস্তানের সঙ্গে ম্যাচ ঘিরে এত হাইপকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচকে অন্য পাঁচটা ম্যাচের মতোই দেখছেন। তিনি বলেছেন, আমি জানি এই ম্যাচ ঘিরে প্রচুর হাইপ থাকে। কিন্তু এটা অন্য ম্যাচগুলির মতোই।