Narendra Modi : '১৪০ কোটি মানুষের ইচ্ছাশক্তি নিয়ে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙব', আক্রমণে মোদি
ABP Ananda LIVE : কাশ্মীর বেছে বেছে হিন্দু নিধন, প্রত্যাঘাতের হুঙ্কার মোদির। 'কী শাস্তি হতে চলেছে, কল্পনাও করতে পারবে না ষড়যন্ত্রকারীরা'। 'হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি দেবে ভারত'। পহেলগাঁওকাণ্ডে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। '১৪০ কোটি মানুষের ইচ্ছাশক্তি নিয়ে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙব'। হামলাকারীদের কল্পনাতীত সাজা দেব, হুঙ্কার প্রধানমন্ত্রীর।
বিহারের সভা থেকে হামলাকারীদের চরম হুঁশিয়ারি নরেন্দ্র মোদির। 'পহেলগাঁওয়ে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা'। 'এই হামলা শুধু পর্যটকদের ওপর নয়, এটা ভারতের আত্মার ওপর হামলা'। 'হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারবে না, তাদের কী শাস্তি হতে চলেছে'। 'হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি দেবে ভারত'। '১৪০ কোটি মানুষের ইচ্ছাশক্তি নিয়ে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙব'। হামলাকারীদের কল্পনাতীত সাজা দেব, হুঙ্কার প্রধানমন্ত্রীর। পাকিস্তানের কূটনৈতিক স্ট্রাইক ভারতের। স্থগিত সিনধু চুক্তি। বন্ধ আটারি-ওয়াঘা সীমান্ত। বাতিল পাক নাগরিকদের ভিসা। পাক কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করে দিল্লি ছাড়ার নির্দেশ।

















