Sourav Ganguly: বন্দেভারত এক্সপ্রেস চড়ে মালদায় সৌরভ, কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে উন্মাদনার বিরল ছবি
ABP Ananda Live: আট বছর আগে, ২০১৭ সালে ট্রেনে চড়ে বালুরঘাটে গিয়েছিলেন তিনি। ফের ট্রেনে চাপলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক বৃহস্পতিবার বন্দে ভারত এক্সপ্রেসে চেপে গেলেন মালদা। আর প্রবাদপ্রতিম ক্রিকেটারকে সামনে পেয়ে উন্মাদনায় ভাসল উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই জেলা।
নিউটাউনের গৌরাঙ্গনগরে লিভ-ইন-পার্টনারকে ইভটিজিংয়ের প্রতিবাদ, যুবককে বাঁশপেটা করে খুনে
নিউটাউনের গৌরাঙ্গনগরে লিভ-ইন-পার্টনারকে ইভটিজিংয়ের প্রতিবাদ, যুবককে বাঁশপেটা করে খুনের অভিযোগ। মৃতের নাম সঙ্কেত চট্টোপাধ্যায়। বাগুইআটির বাসিন্দা বছর ২৯-এর বেসরকারি সংস্থার কর্মী ছিলেন সঙ্কেত। নিউটাউনের গৌরাঙ্গনগরে এক তরুণীর সঙ্গে লিভ-ইন করতেন ওই যুবক। গতকাল রাতে অশান্তির জেরে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান তরুণী। অভিযোগ, রাস্তায় কয়েকজন লিভ-ইন-পার্টনারকে কটূক্তি করায় প্রতিবাদ করেন সঙ্কেত। তাঁকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। NRS হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়।






















