France beats Netherlands : জয় দিয়ে অধিনায়কত্ব শুরু এমবাপের, করলেন গোলও ; নেদারল্যান্ডকে হেলায় হারাল ফ্রান্স
Kylian Mbappe : দিদিয়ের দেশঁর সঙ্গে কথা বলার পরেই এমবাপে ফ্রান্সের অধিনায়ক হতে রাজি হন
প্যারিস : বিশ্বকাপে তাঁর অনবদ্য পারফরম্যান্স নজর কেড়েছিল তামাম ফুটবল বিশ্বের। সেই সাফল্যের কথা মাথায় রেখেই সম্প্রতি তাঁর ঘাড়ে তুলে দেওয়া হয়েছে ফ্রান্সের ফুটবল টিমের অধিনায়কত্বের দায়িত্ব। তাঁর এই নির্বাচন যে ভুল ছিল না, শুরুতেই তার বার্তা পাঠিয়ে দিলেন এই মুহূর্তের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তাঁর নেতৃত্বে প্রথম ম্যাচে নেমেই জয় হাসিল করে নিল ফ্রান্স (France)। ৪-০ গোলে নেদারল্যান্ডকে ( Netherlands) হারাল। শুধু তা-ই নয়, এই ম্যাচে নিজেও গোল করলেন এমবাপে। ২টো গোল করার পাশাপাশি, একটি গোল অ্যাসিস্টও করেন।
কাতার বিশ্বকাপের (Qatar World Cup) পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রান্সের (France Football Team) বিশ্বজয়ী অধিনায়ক উগো লরিস। তারপর কাকে দলের অধিনায়ক করা হবে, সেই নিয়ে জল্পনা চলছিলই। অনেক বিশেষজ্ঞই কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) দৌড়ে এগিয়ে রাখছিলেন। জল্পনা মতই কিলিয়ান এমবাপেকেই শেষমেশ অধিনায়ক নির্বাচিত করা হয়। দিদিয়ের দেশঁর সঙ্গে কথা বলার পরেই এমবাপে ফ্রান্সের অধিনায়ক হতে রাজি হন। মাত্র ২৪ বছর বয়সেই ফরাসি তারকা স্ট্রাইকারকে দলের অধিনায়ক করা হয়েছে।
এদিকে বিশ্বকাপ ফাইনালের পেনাল্টিতে (World Cup Final Penalty) আর্জেন্তিনার (Argentina) কাছে পরাজয়ের পর এটাই ছিল ফ্রান্সের প্রথম ম্যাচ। নেদারল্যান্ড টিমে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি লড়াইটা সোজা করে দেয় এমবাপে বাহিনীকে। নতুন যুগের সূচনাটায় হয় রাজকীয় স্টাইলে। ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল ঢুকিয়ে দেন ফ্রান্সের কিংবদন্তি অ্যান্তোনি গ্রিজম্যান। ৮ মিনিটের মাথায় আরও একটা গোল। এবার দায়ত উপামেকানো। প্রথম অর্ধ্ব শেষ হওয়ার আগেই এমবাপের গোলে ব্যবধান বাড়িয়ে নেন ফ্রান্স। ম্যাচ শেষের ২ মিনিট আগে আরও একটা গোল। কার্যত দিদিয়ের দেশঁর ক্যাম্পের 'নির্মম দক্ষতায়' নাস্তানাবুদ হয়ে ওঠেন ডাচরা (Dutch)।
ফ্রান্সের পরের ম্যাচ ডাবলিনে (Dublin) রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঘরের মাঠে ২০২৪ উয়েফা ইউরোর যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ ফ্রান্সের এই পারফরম্যান্সে অভিভূক্ত ভক্তরা।
উল্লেখ্য, বয়স মাত্র ২৪ হলেও, এমবাপে কিন্তু ইতিমধ্যেই ফ্রান্সের হয়ে ৬৬টি ম্যাচ খেলে ফেলেছেন। ২০১৮ সালের বিশ্বকাপ জয় এবং ২০২২ সালে ফ্রান্সের রানার্স-আপ হওয়ার পিছনে এমবাপের অবদান অনস্বীকার্য।
আরও পড়ুন ; ফ্রান্সের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন এমবাপে