এক্সপ্লোর
Advertisement
দেখুন: মাঠের মধ্যে যেন ‘চোর-পুলিশ’ খেলা, ঢুকে পড়ল অনুরাগী, নাগাল এড়াতে ধোনির দৌড়
নাগপুর: মাঠের মধ্যে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁরই এক অনুরাগীর যেন চোর-পুলিশ খেলা চলছে! এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নাগপুরের স্টেডিয়াম। কোনও আন্তর্জাতিক ম্যাচে এর আগে এমন ঘটনা ঘটেছে বলে জানা নেই।
ঘটনাটি ঘটল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে। প্রথম ইনিংসের পর। ভারতীয় দল ড্রেসিংরুম থেকে মাঠে ফিরছিল। এই সময়ই এক অনুরাগী কোনওভাবে নিরাপত্তা বেষ্টনী ভেঙে সোজা ভারতীয় ক্রিকেটারদের দিকে ছুটে আসে। সে প্রথমে রোহিত শর্মাকে ধরার চেষ্টা করে। ভারতীয় দলের সহ অধিনায়ক কোনক্রমে ওই অনুরাগীকে এড়িয়ে যেতে সক্ষম হন।আসলে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ধোনির পায়ে হাত দিতে চাইছিল। ধোনি দলের সবার পিছনে ছিলেন।
ওই অনুরাগী ধোনির কাছে পৌঁছে যায়। কিন্তু ধোনি প্রথমে সহজে ধরা দিতে চাইছিলেন না। সম্ভবত ওই অনুরাগীর সঙ্গে কিছুটা মজা করার কথা ভেবেছিলেন তিনি। এক্ষেত্রে কাজে লাগালেন তাঁর দৌড়ের ক্ষমতাকে। অনুরাগীর নাগাল এড়াতে দৌড় শুরু করেন মাহি। কিন্তু নাছোড় অনুরাগীও ধোনির পিছু ধাওয়া করতে থাকেন। এরমধ্যে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও বিজয় শঙ্কর ওই ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদের নাগাল এড়িয়ে সাদা টি-শার্ট পরা এই ব্যক্তি ফের ধোনির পিছু ধাওয়া করেন। ধোনি শেষপর্যন্ত পিচের এরিয়ার কাছে দাঁড়িয়ে যান এবং অনুরাগী তাঁর পা স্পর্শ করেন। এরপর প্রাক্তন অধিনায়ক তাকে জড়িয়ে ধরেন।আর ভারতীয় দলের ক্রিকেটার ও অম্পায়াররা অবাক চোখে ওই অনুরাগীর কার্যকলাপ দেখেন। এরপর বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক স্বেচ্ছাসেবক ও কয়েকজন নিরাপত্তা কর্মী ওই ব্যক্তির মাঠের বাইরে নিয়ে যান।
— DRV (@OyePKMKB) March 5, 2019ঘটনাটি দেখতে মজার হলেও জামথার বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement