Champions League Semi-Final 2020: লিয়ঁকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখ
Champions League Semi-Final 2020 এই নিয়ে ১১ বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছল জার্মান ক্লাবটি

লিসবন: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে চলেছে স্বপ্নের ম্যাচ। আগামী ২৩ তারিখ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখ বনাম প্যারিস সাঁ জা।
রবিবাসরীয় মহাযুদ্ধে একদিকে নেইমার, এমবাপে। অন্যদিকে মুলার, লিওনডস্কিরা। দ্বিতীয় সেমিফাইনালে এদিন লিয়ঁকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে বায়ার্ন মিউনিখ। এই নিয়ে ১১ বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছল জার্মান ক্লাবটি।
প্রথমার্ধেই নাব্রির জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে লিয়ঁ লড়াই করলেও গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের ৮৮ মিনিটে বায়ার্নের হয়ে ব্যবধান বাড়ান লিওনডস্কি।
চলতি চ্যাম্পিয়নস লিগে নটি ম্যাচে ১৫টি গোল হয়ে গেল লিওনডস্কির। চলতি চ্যাম্পিয়ন্স লিগে টানা দশ ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়ল বায়ার্ন।






















