এক্সপ্লোর
Advertisement
পাকিস্তান ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু ভারতের
লন্ডন: আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। ৪ জুন এজবাস্টনে এই ম্যাচ হবে। গ্রুপ বি-র অন্য দুই দল হল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা।
২০১৭ সালের ১ থেকে ১৮ জুন পর্যন্ত ইংল্যান্ডে চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবার সেই প্রতিযোগিতার সূচি ঘোষিত হল। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই গ্রুপের অন্য দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি-র একদিনের ক্রমতালিকার প্রথম আটটি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছে। সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজ এই প্রতিযোগিতায় নেই।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পর ৮ জুন ওভালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ১১ জুন এই মাঠেই গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। দুটি গ্রুপ থেকে সেরা দুটি দল সেমিফাইনালে যাবে। ১৮ জুন ওভালে ফাইনাল ম্যাচ। বৃষ্টির কথা মাথায় রেখে ফাইনালের জন্য ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।
২০০০-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর ২০০২-এ শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। ২০১৩ সালে এই প্রতিযোগিতা জেতে মহেন্দ্র সিংহ ধোনির দল। আগামী বছর ফের জেতার চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement