রবিবারই প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়ে দেয় বিরাট-বাহিনী। সেখানে অধিনায়ক নিজে অর্ধশতরান করেন।
2/5
সেখানে নৈশভোজের জন্য মিলিত হয়েছিল দলের সদস্যরা। সেখানেই সকলের সঙ্গে গ্রুপফি তুললেন কোহলি। শুধু কোহলি নন, উমেশ যাদবও একই জায়গার একটি ছবি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন।
3/5
টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি ভালভাবেই সারছে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। সকলেই জানেন, মাঠের বাইরে ক্রিকেটারদের রসায়নই ঠিক করে মাঠের পারফরম্যান্স। অধিনায়ক বিরাট সেটাই করে দেখাচ্ছেন। রবিবার ইংল্যান্ডের একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেল টিম ইন্ডিয়ার একাধিক সদস্যকে।
4/5
এখানে বলে রাখা প্রয়োজন, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হচ্ছে আগামী ৪ জুন। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
5/5
মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে, এই ম্যাচে যুবরাজ সিংহ ও রোহিত শর্মার খেলার সম্ভাবনা প্রবল। প্রথম প্রস্তুতি ম্যাচে এই দুই ক্রিকেটার ছিলেন না দলে।