চ্যাম্পিয়ন্স ট্রফি: মঙ্গলবার ভারতীয় দল ঘোষণা, জায়গা পেতে পারেন কুলদীপ
মুম্বই: আগামী ১ থেকে ১৮ জুন ইংল্যান্ডে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তার আগে মঙ্গলবারই হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল ঘোষণা। দলে আট ব্যাটসম্যান, তিন স্পিনার ও চার পেসার থাকার সম্ভাবনা। অশ্বিন-জাডেজার পাশে তৃতীয় স্পিনার হিসেবে চায়নাম্যান কুলদীপ যাদবের ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল। ধর্মশালা টেস্টে অভিষেকেই তাঁর পারফরমেন্স, বিশেষত আইপিএলে তাঁর ফর্ম দেখে তাঁকে দলে চাইছেন স্বয়ং বিরাট কোহলি। শুধু তাই নয়, টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচই খেলতে হবে ওভাল ও বার্মিংহ্যামে। ইংল্যান্ডের পিচের নিরিখে তুলনামূলকভাবে যেখানে ঘূর্ণি বেশি। আর, কুলদীপের মত চায়নাম্যানকে খেলেনি বেশিরভাগ দলই। ইংল্যন্ডের মাঠে এই অ্যাডভান্টেজ কাজে লাগিয়েই ডিভিডেন্ড তুলতে চান বিরাট। তবে, তৃতীয় স্পিনারের জায়গায় কুলদীপের সঙ্গে লড়াই হরভজন সিংহ ও অমিত মিশ্রর। একনজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য ভারতীয় দল।
৮ ব্যাটসম্যান --------------- বিরাট কোহলি শিখর ধবন রোহিত শর্মা যুবরাজ সিংহ মহেন্দ্র সিংহ ধোনি কেদার যাদব অজিঙ্ক রাহানে হার্দিক পাণ্ড্য
৩ স্পিনার ------------ রবীন্দ্র জাডেজা রবিচন্দ্রন অশ্বিন কুলদীপ যাদব/হরভজন সিংহ/অমিত মিশ্র
৪ পেসার ------------ ভুবনেশ্বর কুমার যশপ্রীত বুমরাহ উমেশ যাদব মহম্মদ সামি
আইপিএলে তুখোড় ব্যাটিংয়ের জোরে টিম ইন্ডিয়ায় ব্যাটসম্যানদের দৌড়ে ঢুকে পড়েছেন মণীশ পাণ্ডেও। পাশেই রয়েছেন ডার্ক হর্স আশিস নেহরা। এখনও বল হাতে ভেল্কি রাখার ক্ষমতা রাখেন তিনি। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি পুরো ৫০ ওভার ফিল্ডিং করতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। ভারতীয় দলে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে, সেদিকেই নজর ক্রিকেট বিশেষজ্ঞদের।