Champions Trophy : লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান ?
T20 World Cup 2024: বার্বাডোজে টি২০ বিশ্বকাপ ফাইনালের অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।
নয়াদিল্লি : ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১০ মার্চ রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। কিন্তু, ভারত-পাকিস্তান (India vs Pakistan Match) দ্বৈরথ কি দেখা যাবে ? এনিয়ে যাবতীয় কৌতূহল দুই দেশের ক্রিকেট ভক্তদের। এই দুই দেশের ক্রিকেটীয় লড়াই দেখতে শুধু দুই দেশের ক্রিকেটভক্তরাই মুখিয়ে থাকেন না, নজর রাখেন বিশ্বের অন্য দেশের অন্য ক্রিকেটপ্রেমীরাও। এই পরিস্থিতিতে সামনে আসছে চমকপ্রদ তথ্য। পরের বছর ১ মার্চ তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির হাই প্রোফাইল ম্যাচ তালিকাভুক্ত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভেনু হিসাবে রাখা হয়েছে লাহোরকে। সংবাদ সংস্থা পিটিআইকে এমনই জানিয়েছেন আইসিসি-র এক সিনিয়র বোর্ড মেম্বার। বুধবার একথা জানান তিনি। যদিও এনিয়ে এখনও কোনও অনুমোদন দেয়নি বিসিসিআই। Champions Trophy
বার্বাডোজে টি২০ বিশ্বকাপ ফাইনালের অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেখানে তিনি ১৫ ম্যাচের একটি শিডিউল জমা দিয়েছেন। ভারতের সব খেলা রাখা হয়েছে লাহোরে। নিরাপত্তা-সহ অন্যান্য বিষয়ের কথা মাথায় রেখে এই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আইসিসি-র এক সদস্য বলেন, "আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ ম্যাচের একটি খসড়া জমা দিয়েছে পিসিবি। এরমধ্যে ৭টি খেলা রাখা হয়েছে লাহোরে, ৩টি করাচিতে ও ৫টি রাউলপিণ্ডিতে। করাচিতে হবে উদ্বোধনী ম্যাচ। ২টি সেমিফাইনাল রাখা হয়েছে করাচি ও রাউলপিণ্ডিতে এবং ফাইনাল লাহোরে। ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে।"
গ্রুপ এ-তে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে। অন্যদিকে, গ্রুপ বি-তে থাকছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তানকে।
এদিকে সম্প্রতি ইসলামাবাদে মহসিন নকভির সঙ্গে একটি বৈঠক করেন আইসিসি-র হেড অফ ইভেন্ট ক্রিস টেটলিকে। আইসিসি-র নিরাপত্তা দল একাধিক ভেনু ও অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখার পর এই বৈঠক হয়। প্রসঙ্গত, সাম্প্রতিককালে পাকিস্তান বড় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বলতে এশিয়া কাপ ২০২৩-এর আয়োজন করে। ভারত সরকার টিম ইন্ডিয়াকে পাকিস্তানে যাওয়ার অনুমতি না দেওয়ায় 'হাইব্রিড মডেল' ব্যবহার করে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফলে, ভারতের ম্যাচগুলি খেলা হয় শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের বাকি আয়োজন করা হয় পাকিস্তানে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।