East Bengal: লাল-হলুদ জনতার উচ্ছ্বাস বাঁধ ভাঙল, বিশৃঙ্খলার মধ্যেই ইস্টবেঙ্গলকে ঘিরে ট্রফি উৎসব
Red And Gold: রবিবার ভুবনেশ্বরে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সোমবার বিকেলেই কলকাতায় এল লাল-হলুদ শিবিরের ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা।
কলকাতা: রবিবার ভুবনেশ্বরে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সোমবার বিকেলেই কলকাতায় এল লাল-হলুদ শিবিরের ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা। বিমানবন্দর থেকে নন্দ-ক্লেটনরা বেরিয়ে আসতেই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেল সোমবার। আনন্দ-উল্লাসে ভাসলেন লাল-হলুদ সমর্থকরা।
দীর্ঘ ১২ বছর পর জাতীয় পর্যায়ে কোনও ট্রফি পেল ইস্টবেঙ্গল। সেই আনন্দেই মেতে এখন ইস্টবেঙ্গল সমর্থকরা। সব মিলিয়ে ইস্টবেঙ্গল ও ফুটবলের জগতে নতুন দল ওড়িশার মধ্যে লড়াইটা বরাবরই হয় হাড্ডাহাড্ডি। রসগোল্লার লড়াইয়ের পাশাপাশি বাংলার জয় হলেও ফুটবলটা কিন্তু হাড্ডাহাড্ডির হল এই ম্য়াচে। ২০১৮ সালে এই ওড়িশাতেই স্বপ্ন ভেঙেছিল ইস্টবেঙ্গলের। সুপার কাপের ফাইনালে হারতে হয়েছিল সেবার। এবার অবশ্য মোক্ষলাভ।
ইস্টবেঙ্গলের তরফে রবিবার রাতেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, সোমবার বিকাল সাড়ে তিনটেয় ভুবনেশ্বর থেকে বিমান মাটি ছোঁবে। সমাজমাধ্যমে দাবানলের মতো সে কথা ছড়িয়েও গিয়েছিল। কিন্তু ১২ বছর পর জাতীয় পর্যায়ের ট্রফি জেতা লাল-হলুদ জনতার উচ্ছ্বাস বাঁধ মানলে তো! বিমান নামার তিন ঘণ্টা আগে থেকেই বিমানবন্দরে মানুষের ভিড় শুরু। যত সময় এগোল, তত সমর্থকদের সংখ্যা বাড়ল। সঙ্গে নাচ, গান, ‘জয় ইস্টবেঙ্গল’ স্লোগান তো রয়েছেই।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বুঝে দেরি করেননি বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। গেটের সামনে সিআরপিএফ বাহিনী এসে আগেই ব্যারিকেড করে দিয়েছিল। তবে গান, নাচে তাতে ভাটা পড়েনি। ইস্টবেঙ্গলের সমর্থক দল ‘আলট্রাস’ হাজির হয় ঢোল, কাঁসর নিয়ে। ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলল নাচ। বিমানবন্দরের যাত্রীরাও দাঁড়িয়ে পড়ে ছবি তুলতে লাগলেন।
ইস্টবেঙ্গলের টিমবাসের সঙ্গে সঙ্গেই বিমান বন্দর থেকে চলল বাইক ব়্যালি। বাসের আগে-পিছে ক্লাব প্রাঙ্গন পর্যন্ত গোটা রাস্তাই সঙ্গ দিল লাল-হলুদের বাইক-বাহিনী। মাঝে অনেক বার রাস্তায় দাঁড়িয়ে চলল বাজি ফাটানো, নাচ-গান। নিউ টাউন, সেক্টর ফাইভ, চিংড়িহাটা হয়ে মা উড়ালপুল দিয়ে যখন ইস্টবেঙ্গলের বাস শেষ পর্যন্ত ক্লাবের সামনে এসে দাঁড়াল, তখন ঘড়ির কাঁটায় সন্ধে সাড়ে সাতটা পেরিয়েছে। তবে মাঠের মধ্যে এত হুড়মুড়িয়ে লোকজন ঢুকে পড়লেন যে, সেলিব্রেশন অনুষ্ঠান কাটছাঁট করতে বাধ্য হল ক্লাব। তবে তাতে আবেগের বিস্ফোরণে বাধা পড়েনি।
আরও পড়ুন: এক বছর আগেও ছিলেন নিরাপত্তারক্ষী, বল হাতে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে রাতারাতি নায়ক শামার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে