লাদাখে ভারতীয় জওয়ানদের মৃত্যু নিয়ে কুরুচিকর ট্যুইট, দলের চিকিৎসককে সাসপেন্ড করল সিএসকে
চেন্নাই সুপার কিংস ওই কুরুচিকর ট্যুইটের জন্য দুঃখপ্রকাশ করছে
চেন্নাই: লাদাখে ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যু নিয়ে অসংবেদনশীল ও কুরুচিকর ট্যুইট করায় দলের চিকিৎসককে সাসপেন্ড করল চেন্নাই সুপার কিংস।
সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে মারা যান এক কর্নেল সহ ২০ ভারতীয় জওয়ান। ভারতের প্রত্যাঘাতে মারা যায় এক কমান্ডিং অফিসার সহ চিনা সেনার অন্তত ৪০ জন জওয়ানও। গত ৫ দশকে এধরনের রক্তাক্ত সংঘর্ষে জড়ায়নি দুই দেশ।
এই খবরের প্রতিক্রিয়া দিতে গিয়ে চেন্নাই সুপার কিংস দলের চিকৎসক মধু থোতাপ্পিল্লি বিতর্কিত ট্যুইট করে বসেন। তাঁর ওই "কুরুচিকর" ট্যুইট ঘিরে তীব্র সমালোচনার ঝড় ওঠে নেট-দুনিয়ায়। প্রবল সমালোচিত হন মধু।
ট্যুইটে মধু লেখেন, জানতে ইচ্ছে করছে, কফিনগুলি 'পিএম কেয়ার্স' স্টিকার সমেত ফিরে আসবে কি? মধুর ওই ট্যুইট নিয়ে চরম অস্বস্তিতে পড়ে তাঁর ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। সঙ্গে সঙ্গে দলের তরফে এক বিবৃতি জারি করে ওই বিতর্কিত ট্যুইটের জন্য দুঃখপ্রকাশ করা হয়। একইসঙ্গে মধুর বিরুদ্ধে যে ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে তাও জানানো হয়।
সিএসকে ট্যুইটারে লেখে, মধু থোতাপ্পিল্লির ব্যক্তিগত ট্যুইট সম্পর্কে একেবারেই অবগত ছিল না টিম ম্যানেজমেন্ট। টিম ডক্টরের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। চেন্নাই সুপার কিংস ওই কুরুচিকর ট্যুইটের জন্য দুঃখপ্রকাশ করছে এবং জানাচ্ছে যে তা একেবারেই দলকে অন্ধকারে রেখে করা।
The Chennai Super Kings Management was not aware of the personal tweet of Dr. Madhu Thottappillil. He has been suspended from his position as the Team Doctor.
Chennai Super Kings regrets his tweet which was without the knowledge of the Management and in bad taste. — Chennai Super Kings (@ChennaiIPL) June 17, 2020
ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুর শোকজ্ঞাপন করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি সহ একাধিক ক্রিকেটার। কোহলি লেখেন, আমাদের দেশকে রক্ষা করতে গালওয়ান উপত্যকায় নিজেদের প্রাণের বলি দেওয়া বীর ভারতীয় জওয়ানদের সম্মান ও স্যালুট। একজন সাহসী সেনার চেয়ে বেশি আত্মত্যাগ আর কেউ করতে পারেন না। নিহতের পরিবারকে সমবেদনা। আশা করব, এই কঠিন সময়ে তাঁরা যাতে শান্তি পান, তার প্রার্থনা করি।
Salute and deepest respect to the soldiers who sacrificed their lives to protect our country in the Galwan Valley. NO one is more selfless and brave than a soldier. Sincere condolences to the families. I hope they find peace through our prayers at this difficult time. ????
— Virat Kohli (@imVkohli) June 17, 2020
ট্যুইট শোকবার্তায় যুবরাজ সিংহ বলেন, গালওয়ান উপত্যকায় শহিদ হওয়া বীর জওয়ানদের সাহসিকতাকে আমি স্যালুট করছি। এসব নৃশংসতা বন্ধ হওয়া উচিত। আশা করব, এমন একটা শান্তিপূর্ণ জগৎ হবে যেখানে মনুষ্য জীবনকে মূল্য দেওয়া হবে। নিহতদের পরিবারকে আমার গভীর সমবেদনা। তাঁরা মানসিক শক্তি পান, সেই প্রার্থনা করি।
I salute the courage of our Indian soldiers who have been martyred at #GalwanValley
All these atrocities must stop and hope we can have a peaceful world where human life is valued. My thoughts are with the bereaved families, I pray for their strength ???????? — Yuvraj Singh (@YUVSTRONG12) June 16, 2020