Chess Pro League: কার্লসেনকে হারিয়ে বিশ্ব দাবায় চমক ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাথির
Chess Pro League 2023: এর আগে আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অর্জুন এরিগাইসির মত তরুণ দাবাড়ুদের বিরুদ্ধে হারতে হয়েছে কার্লসেনকে।
নয়াদিল্লি: দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে বিশ্বকে চমকে দিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার (Grand Master) বিদিত গুজরাথি (Vidit Gujrathi)। এর আগে আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অর্জুন এরিগাইসির মত তরুণ দাবাড়ুদের বিরুদ্ধে হারতে হয়েছে কার্লসেনকে। এবার সেই তালিকায় রয়েছেন বিদিত গুজরাথি। প্রো চেস লিগের আসরে এটাই বিদিতের প্রথম জয়।
মোট ১৬টি দল ১,৫০,০০০ পুরস্কারমূল্যের এই প্রতিযোগিতায় খেলছে। বিশ্বের বিভিন্ন দেশের দাবাড়ুরা এই অনলাইন টুর্নামেন্টে খেলছেন। কার্লসেন যেখানে কানাডা চেসব্রাহস দলের হয়ে খেলছেন। সেখানে বিদিত ইন্ডিয়ান যোগীস দলের হয়ে খেলছেন। নিজের সাফল্যের পর নিজেই সোশ্যাল মিডিয়ায় বিদিত জানিয়েছেন, ''বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়, বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলাম।''
এর আগে গত বছর প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন ম্যাগনাস কার্লসেন। প্রথমে ১৬ বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ তাঁকে হারিয়ে দিয়েছিলেন। এরপর বিশ্বনাথ আনন্দের বিরুদ্ধে নরওয়ে চেসের ব্লিটস ইভেন্টের সপ্তম রাউন্ডে হেরে গিয়েছিলেন কার্লসেন। তবে সেবার পোডিয়াম ফিনিশ করতে পারেননি আনন্দ। চতুর্থ স্থানে থেকেই শেষ করলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন।
আনন্দ তাঁর চতুর্থ রাউন্ডে নেদারল্যান্ডসের অনিশ গিরি ও নবম রাউন্ডে ফ্রান্সের ম্যাক্সিমে ভাচিয়ার-লাগ্রাভ বিরুদ্ধে হেরে যান। চতুর্থ স্থানে শেষ করা ভারতের কিংবদন্তি দাবাড়ুর সংগ্রহ ছিল ৫ পয়েন্ট। ৬.৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান পেয়েছেন আমেরিকার ওয়েসলি সো। ম্যাগনাস কার্লসেন দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিলেন।
শ্যুটিংয়ে সোনা ভারতের
শ্যুটিং বিশ্বকাপে (ISSF Shooting World Cup 2023) সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার (Aishwary Pratap Singh Tomar)। আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপ চলছে ইজিপ্টে। সেখান থেকেই ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে সোনা জিতলেন এই তরুণ। শ্যুটিং বিশ্বকাপ থেকে এই নিয়ে দ্বিতীয়বার পদক জিতলেন ঐশ্বর্য। ২০২১ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই ইভেন্ট থেকেই সোনা জিতেছিলেন ঐশ্বর্য।
ইজিপ্টের কায়রোতে আয়োজিত শ্যুটিং বিশ্বকাপ থেকে ভারতকে চতুর্থ সোনা এনে দিলেন ঐশ্বর্য। সোনা জয়ের ম্যাচে তিনি হারিয়ে দেন আলেকজান্ডার স্কিমরিলকে। খেলার ফল ঐশ্বর্যর পক্ষে ১৬-৬। এর আগে যোগ্যতা নির্ণায়ক পর্বে সর্বোচ্চ ৫৮৮ পয়েন্ট ঝুলিতে পুরেছিলেন ঐশ্বর্য। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অখিল সোরেন। তাঁর ঝুলিতে ছিল ৫৮৭ পয়েন্ট।
এর আগে ভারতের হয়ে সোনা জিতেছিলেন রুদ্রাক্ষ পাতিলের। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন তিনি। ৮-৬ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে দেন রুদ্রাক্ষ। এর আগে দলগত ইভেন্টেও সোনা এসেছিল তাঁর হাত ধরে।