Cheteshwar Pujara: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে কাউন্টিতে ফের সেঞ্চুরি হাঁকালেন পূজারা
Cheteshwar Pujara Century: ২০টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। উল্লেখ্য, আজকের ইনিংসটি নিয়ে সাসেক্সের হয়ে মোট সাতটি শতরান করলেন পূজারা।
ব্রিস্টল: চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় শতরান হাঁকালেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে এবারের কাউন্টি ক্রিকেটে খেলছেন ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। আগামী জুনে টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। তার আগে এই সেঞ্চুরি পূজারার মনোবল অবশ্যই বাড়াবে। গ্লুসচেস্টারশায়ারের বিরুদ্ধে খেলতে নেমে এদিন ম্যাচের তৃতীয় দিন ২৩৮ বলে ১৫১ রানের ইনিংস খেলেন তিনি। ২০টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। উল্লেখ্য, আজকের ইনিংসটি নিয়ে সাসেক্সের হয়ে মোট সাতটি শতরান করলেন পূজারা। সাসেক্সের হয়ে ১২টি ম্যাচ খেলে সপ্তম শতরান হাঁকালেন পূজারা। ১৯১ বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন ডানহাতি এই ব্যাটার। সেঞ্চুরি করার মুহূর্তে ১৩ টি চার এবং একটি ছক্কায় সাজানো ছিল পূজারার ইনিংস।
কিছুদিন পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ৭ জুন থেকে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার দল। সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য পূজারা। তিন নম্বর পজিশনে তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে দ্রাবিড় বাহিনী।
আবেগপ্রবণ রাহানে
দীর্ঘ লড়াইয়ের পর জাতীয় দলে প্রত্যাবর্থন ঘটিয়ে খানিকটা আবেগপ্রবণ রাহানে। ফলাফলের তোয়াক্কা না করে নিজের প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে লড়াই চালিয়ে যাওয়ারই সুফল পেয়েছেন তিনি, দাবি রাহানের। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জাতীয় দলে প্রত্যাবর্তনের লম্বা সংঘর্ষের কাহিনি ব্যাখা করতে গিয়ে রাহানে লেখেন, 'পেশাদার ক্রিকেটের হিসাবে আমার কেরিয়ারে আমি এটুকু শিখেছি যে সফরে চড়াই উতরাই থাকবেই। অনেক সময়ই পরিকল্পনামতো সবকিছু হবে না। তবে সেই সময়গুলিতে নিজের ফোকাস বজায় করে নির্ধারিত প্রক্রিয়ায় খেলা চালিয়ে যেতে হবে। এই সময়গুলিই আমায় সবচেয়ে বেশি শিখিয়েছে। মানুষ হিসাবে, ক্রিকেটার হিসাবে আমার উন্নতিতে সাহায্য করেছে। ফলাফলের আশা করে খেলার ধরন বদলালেই চাপে পড়তে হয়েছে। শুধুমাত্র ক্রিকেট নয়, যে কোনও ক্ষেত্রেই এই প্রক্রিয়াটা চালিয়ে যাওয়াটা জরুরি।'
রাহানে আরও দাবি বলেন যে এই স্তরে প্রত্যাশা, চাপ থাকবেই, তবে সেই চাপের প্রভাব খেলাতে পড়লেই সমস্যা। 'বহু বছর ধরে প্রচারের আলোয় থাকতে থাকতে আমি একটা জিনিস জানি, যে অনেক সময় একটু বেশিই প্রত্যাশার চাপ থাকে। তবে এই চাপকে নত হয়ে গেলে চলবে না। যে জিনিসগুলি আমার নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলির দিকেই নজর দেওয়াটা জরুরি। সকলকে আমি এই একই উপদেশ দেব। আমাদের দক্ষতার ওপর আস্থা রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। এটা করতে পারলে সাফল্য আসবেই, তবে ততদিন লড়াই চালিয়ে যেতে হবে।'