এক্সপ্লোর
Advertisement
ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন, ভারত সফরে আসছেন না গেইল
এখন দক্ষিণ আফ্রিকায় একটি টি-২০ লিগে খেলছেন গেইল।
জোহানেসবার্গ: ফের খবরের শিরোনামে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। তিনি এবার জানিয়ে দিলেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারত সফরে একদিনের সিরিজ খেলতে আসছেন না। টি-২০ সিরিজেও খেলবেন কি না, সেটা অবশ্য স্পষ্ট করেননি।
এখন দক্ষিণ আফ্রিকায় একটি টি-২০ লিগে খেলছেন গেইল। তারই ফাঁকে ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একদিনের সিরিজে খেলার জন্য আমাকে ডেকেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আমি বলে দিয়েছি খেলব না। নির্বাচকরা চাইছিলেন আমি তরুণ ক্রিকেটারদের সঙ্গে খেলি। কিন্তু এ বছর আমি বিরতি নিচ্ছি। আমি বিগ ব্যাশেও খেলব না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আমার নাম কীভাবে গেল জানি না। একটি দলে আমাকে রাখা হয়েছে। সেটা কীভাবে হল জানি না।’
সমালোচকদের একহাত নিয়ে গেইল বলেছেন, ‘আমি দু-তিনটি ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেই ক্রিস গেইল দলের বোঝা হয়ে যায়। আমি এত বছর ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ফলে এটা বুঝেছি। সবসময় একজন ব্যক্তিই দলের পক্ষে বোঝা হয়ে যায়। আমার সম্মান জোটে না। আমি দলের জন্য কী করেছি, সেটা কেউ মনে রাখে না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement