ENG vs NED: ডাচদের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়ে বোথামকে ছুঁলেন ওকস
ICC World Cup 2023: তিনি বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের জার্সিতে ২৯ উইকেট নিয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ টেস্ট স্পেশালিস্ট বোলার জিমি অ্যান্ডারসন।
![ENG vs NED: ডাচদের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়ে বোথামকে ছুঁলেন ওকস Chris Woakes levels Ian Botham's untouched record after England's victory over Netherlands in World Cup get to know ENG vs NED: ডাচদের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়ে বোথামকে ছুঁলেন ওকস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/08/11fc8480f6c4d4abad4d9bd81ee40e2d1699466293012206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পুণে: বিশ্বকাপের মঞ্চে মাইলস্টোন স্পর্শ করলেন ক্রিস ওকস (Cris Woakes)। নেদারল্য়ান্ডসের (Netherlands) বিরুদ্ধে ১৬০ রানে এদিন জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড (England Cricket Team)। বিশ্বকাপে তাঁদের দ্বিতীয় জয় ছিল এটি। সেই ম্যাচেই ইংল্যান্ডের (England) জার্সিতে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন। এখন সেই তালিকায় শীর্ষে বোথামের (Ian Botham) সঙ্গে যুগ্মভাবে রয়েছেন ওকস (Cris Woakes)। দুজনের ঝুলিতেই ৩০ উইকেট এই মুহূর্তে। তিনিই শীর্ষে রয়েছেন।
তালিকায় দ্বিতীয় স্থানে ফিল ডিফ্রেইটস। তিনি বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের জার্সিতে ২৯ উইকেট নিয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ টেস্ট স্পেশালিস্ট বোলার জিমি অ্যান্ডারসন (Jimmy Anderson)। তিনি ২০১৫ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিলেন। ২০০৩ থেকে ২০১৫ পর্যন্ত বিশ্বকাপ খেলে মােট ২৭ উইকেট নিয়েছেন। স্পিনার আদিল রাশিদ ও পেসার মার্ক উড ২৪টি করে উইকেট নিয়েছেন বিশ্বকাপের মঞ্চে।
স্টোকসের সেঞ্চুরির ওপর ভর করে বোর্ডে সাড়ে তিনশোর কাছাকাছি রান তুলে ফেলেছিল ইংল্যান্ড (England Cricket Team)। খাতায় কলমে দুর্বল নেদারল্যান্ডসের (Netherlands) পক্ষে যে কোনওভাবেই সম্ভব নয় ইংল্যান্ডের শক্তিশালী বোলিং অ্যাটাক সামলে এই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া। তবে চলতি বিশ্বকাপে বাটলারদের ক্রমাগত ব্যর্থতা কোথাও একটা অনেকেই ভেবেছিল যে ডাচরা অঘটন ঘটাতেই পারে। তবে শেষ পর্যন্ত তা হল না। ৩৪০ রান তাড়া করতে নেমে ১৭৯ রানেই অল আউট হয়ে গেল স্কট এডওয়ার্ডসের দল। ১৬০ রানে ম্যাচ জিতে নিল বাটলার বাহিনী। চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় এটি ইংল্যান্ডের।
রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই উইকেট হারাতে থাকে ডাচ বাহিনী। ম্যাক্সও ওওড ও কলিন অকারম্যান রান পাননি। প্রথম জন ৫ রান দ্বিতীয় জন ১১ রান করেই ফিরলেন প্যাভিলিয়নে। এরপর বারেসি ও সিব্র্যান্ট মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। তবে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় বারেসিকে। এরপর সিব্র্যান্টও বেশিক্ষণ খেলতে পারেননি। তিনি ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ দিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও তেজা নাদিমুনুরু মিলে একটা মরিয়া চেষ্টা করছিলেন, তবে তাতেও কাজে কাজ কিছুই হয়নি। স্কট ৩৮ ও তেজা ৪১ রানে আউট হয়ে যান। ইংল্যান্ড বেলাারদের মধ্যে মঈন আলি ও আদিল রাশিদ ৩টি করে উইকেট নেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)