এক্সপ্লোর
Advertisement
১০২টি ট্রফি বিক্রি করে করোনা ত্রাণে সাড়ে ৪ লক্ষ টাকা অনুদান নয়ডার কিশোর গল্ফারের
প্রাক্তন থেকে বর্তমান, মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সাহায্যের বাড়িয়ে দিয়েছেন অনেক ক্রীড়াবিদ।
নয়াদিল্লি: কিশোর গল্ফারের কীর্তি দেখে উচ্ছ্বাসে ভাসছে দেশ।
কারণ, ভারতের ১৫ বছরের গল্ফার অর্জুন ভাটি করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাড়ে চার লক্ষ টাকা দান করেছে। আর অর্থ সংগ্রহে নিজের ১০২টি ট্রফি বিক্রি করে দিয়েছে! বিক্রি করে দেওয়া ট্রফির তালিকায় অর্জুনের কেরিয়ারের সেরা তিনটি ট্রফিও রয়েছে। ৩টি বিশ্ব গল্ফ চ্যাম্পিয়নশিপ ট্রফি(জুনিয়র) ও জাতীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি(জুনিয়র)। করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পুরো অর্থ দান করেছে নয়ডার গল্ফার।
প্রাক্তন থেকে বর্তমান, মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সাহায্যের বাড়িয়ে দিয়েছেন অনেক ক্রীড়াবিদ। কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সকলেই করোনা মোকাবিলায় সাহায্য করেছেন। এবার করোনার বিরুদ্ধে যুদ্ধে নিজের ট্রফি বেচল কিশোর গল্ফার।
গ্রেটার নয়ডার গ্রেটার ভ্যালি স্কুলের ছাত্র এবিপি নিউজকে বলেছে, ‘আমার বয়স কম। আরও অনেক ট্রফি জিততে পারব। দেশ একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে আর আমি আমার মতো করে অবদান রাখতে চেয়েছিলাম। আমি দশম শ্রেণিতে পড়ি। নিজে রোজগার করি না। তাই এটাই ছিল অর্থ সাহায্যের একমাত্র উপায়। লকডাইন শেষ হওয়ার পরই যাঁরা ট্রফিগুলো কিনেছেন, তাঁদের হাতে পৌঁছে দেব।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement