প্রো কবাডি ২০১৯: তামিল থালাইভাস-কে ৩৫-২৬-এ হারাল বেঙ্গল ওয়ারিয়র্স
১১টি ম্যাচে ৬টি ম্যাচ জিতল বেঙ্গল ওয়ারিয়র্স। হার ৩টি ম্যাচে। ২টি ম্যাচ ড্র হয়েছে।
নয়াদিল্লি: চলতি প্রো কবাডি লিগে নিজেদের সপ্তম জয় অর্জন করে নিল বেঙ্গল ওয়ারিয়র্স। বৃহস্পতিবার নয়াদিল্লির ত্যাগরাজ স্পোর্টিং কমপ্লেক্সে তামিল থালাইভাস-কে ৩৫-২৬-এ হারাল কে প্রপাঞ্জন, মনিন্দর সিংহ, রিঙ্কু নারওয়াল, ইসমাইল নবিবখশ, বলদেব সিংহর দল। আর এই জয়ের সঙ্গেই ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল প্রো কবাডি লিগের বাংলা দল। এখনও পর্যন্ত ১১টি ম্যাচে ৬টি ম্যাচ জিতল বেঙ্গল ওয়ারিয়র্স। হার ৩টি ম্যাচে। ২টি ম্যাচ ড্র হয়েছে।
Aamra phire ashlam! ✅ We're back on track with a cracking win! 💪🏼#KOLvCHE #AamarWarriors #VIVOProKabaddi pic.twitter.com/OT2vMPS0DJ
— Bengal Warriors (@BengalWarriors) August 29, 2019
এই ম্যাচে ৯টি রেইডে গিয়ে ১০ পয়েন্ট আনেন দলের তারকা খেলোয়াড় কে প্রপাঞ্জন। তার মধ্যে একটি পয়েন্ট ছিল বোনাস। ৯টি রেইডে ৯ পয়েন্ট আনেন মনিন্দর সিংহ। অন্যদিকে ট্যাকেলে পয়েন্ট তোলেন ইসমাইল নবিবখশ, বলদেব সিংহরা। ৮টি রেইডে ১১ পয়েন্ট তুলেও তামিল দলের জয়কে সুনিশ্চিত করতে পারেননি অজয় ঠাকুর। মূলত, নড়বড়ে প্রতিরক্ষার কারণে বেঙ্গল ওয়ারিয়র্সের কাছে হারতে হল তাদের।