এক্সপ্লোর
Advertisement
কোহলির সঙ্গে পিটারসেনের ইনস্টাগ্রাম চ্যাটের সময় অনুষ্কার কমেন্ট ‘চলো চলো..ডিনার টাইম’, মজাদার জবাব ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের
ইনস্টাগ্রামে এই ইন্টারভিউ অনুরাগীরা চুটিয়ে উপভোগ করেছেন। ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে কোহলি বেশ কিছু কথা জানিয়েছেন। এই ইন্টারভিউ চলাকালেই বিরাট-পত্নী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার একটি কমেন্ট ভাইরাল হয়ে গিয়েছে।
নয়াদিল্লি: করোনাভাইরাসের প্রকোপের কারণে ক্রিকেট সহ অন্যান্য খেলারও সমস্ত টুর্নামেন্টই বাতিল হয়ে গিয়েছে। অন্যান্যদের মতো খেলোয়াড়রাও এখন বাড়িতেই রয়েছেন। এরইমধ্যে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন ইনস্টাগ্রাম লাইভ চ্যাটের মাধ্যমে ক্রিকেটারদের ইন্টারভিউ নিচ্ছেন। রোহিত শর্মার পর তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সাক্ষাত্কারও নিয়েছেন। ইনস্টাগ্রামে এই ইন্টারভিউ অনুরাগীরা চুটিয়ে উপভোগ করেছেন। ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে কোহলি বেশ কিছু কথা জানিয়েছেন। এই ইন্টারভিউ চলাকালেই বিরাট-পত্নী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার একটি কমেন্ট ভাইরাল হয়ে গিয়েছে।
কোহলি ও পিটারসেনের লাইভ চ্যাটের সময় অনুষ্কা তাঁর কমেন্টে লেখেন- চলো...চলো..ডিনার টাইম। চ্যাটের মাঝে অনুষ্কার এই কমেন্ট সবাইকে অবাক করে দেয়। তাঁর কমেন্ট সবার নজর কেড়ে নেয়। আর পিটারসেন এর জবাবে যা বললেন, তা বেশ মজাদার।
পিটারসেন অনুষ্কার ওই মন্তব্যের স্ক্রিনশট নেন। লাইভ ইনস্টাগ্রাম চ্যাটে অনুষ্কার এই মন্তব্যের স্ক্রিনশট তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। এই কমেন্ট শেয়ার করে পিটারসেন লেখেন, যখন বস বলছে সময় শেষ, তো সময় শেষ।
এই স্ক্রিনশট শেয়ার করে পিটারসেন অনুষ্কাকেও ট্যাগ করেন। অনুরাগীদের উদ্দেশে ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় লেখেন, আশা করছি, আপনারা উপভোগ করবেন।
অনুষ্কার এই মন্তব্য সম্পর্কে অনুরাগীরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। আর সেগুলি পড়ে বোঝা গিয়েছে যে, অনুরাগীরা এতে বেশ মজা পেয়েছেন।
চ্যাটের শুরুতেই পিটারসেন কোহলিকে বলেন, তোমার স্ত্রী তোমার হেয়ার স্টাইল করে দিয়েছে। তোমাকে বেশ স্মার্ট লাগছে।
কোহলিও মজার ছলে জবাব দেন, আরে এরজন্য তুমি অনেক বয়স্ক হয়ে গিয়েছো। তুমি তা বুঝতে পারবে না।
অনুষ্কার সঙ্গে সময় কাটানো প্রসঙ্গে কোহলি বলেন, আমরা এক আগে এক জায়গায় এত দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকিনি। এটা খুবই অবাক করে দেয়। আর একসঙ্গে সময় কাটানোর সুযোগ এমন ভাবে আসাটা ভালো কথা নয়। এমনিতে সতর্কতা ও ইতিবাচক মানসিকতা বজায় রেখে সময় কাটানোর চেষ্টা করছি। এমনটা না হলে তোমার সঙ্গে চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘুরতাম।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement