(Source: ECI/ABP News/ABP Majha)
Commonwealth Games 2022: বক্সিংয়ে জোড়া পদক নিশ্চিত, সেমিতে পৌঁছলেন হুসামুদ্দিন, নীতু
CWG 2022: ভারতীয় বক্সারদের মধ্যে লভলিনা বড়গোঁহাই, আশিস কুমার ও নিখাত জারিনও নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামছেন আজ।
বার্মিংহাম: ২০১৮ সালে গত কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) গোল্ড কোস্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতীয় বক্সার হুসামুদ্দিন (Hussamuddin)। বুধবার (৩ অগাস্ট) নামিবিয়ার নডেভেলোকে হারিয়ে ফের একবার অন্তত ব্রোঞ্জ জয় সুনিশ্চিত করে ফেললেন তিনি। পদক নিশ্চিত করলেন নীতু ঘনঘাসও (Nitu Ghanghas)।
দাপুটে জয় হুসামুদ্দিনের
৫৭ কেজি ফেদারওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে হুসামুদ্দিন ৪-১ স্কোরলাইনে হারালেন নামিবিয়ার প্রতিপক্ষকে। ফলে সেমিফাইনালে পৌঁছনোর জেরেই পদক সুনিশ্চিত করে ফেললেন ২৮ বছর বয়সি হুসামুদ্দিন। ভারতীয় বক্সার ৩:2-এ প্রথম রাউন্ড নিজের নামে করেন। দ্বিতীয় রাউন্ডে দুই বক্সারই হাড্ডাহাড্ডি লড়াই করেন। তবে হুসামুদ্দিন এই রাউন্ড শেষেও নিজের লিড বজায় রাখেন। এরপর শেষ রাউন্ডে ৪:১ পয়েন্টে নিজের জয় সুনিশ্চিত করেন তিনি।
আজ নামছেন লভলিনারাও
হুসামুদ্দিনের আগে নীতু মহিলাদের মিনিমামওয়েটে (৪৮ কেজি) নিজের কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে ব্রোঞ্জ পদক সুনিশ্চিত করে ফেলেন। ইয়ুথ বক্সিংয়ে দুইবারের স্বর্ণপদকজয়ী নীতু 'এবিডি' বা 'অ্যাবাডন'-এর মাধ্যমে নিজের ম্যাচ জেতেন। ২১ বছর বয়সি নীতুর নদার্ন আয়ার্ল্যান্ড প্রতিপক্ষ নিকোল ক্লাইড তৃতীয় তথা শেষ রাউন্ডে ম্যাচ ছেড়ে দেন। এছাড়া লভলিনা বড়গোঁহাই, আশিস কুমার ও নিখাত জারিনও নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামছেন আজ।
#Boxing Update @NituGhanghas333 🥊🥊 advances to Semifinals of Women's 48kg event
— SAI Media (@Media_SAI) August 3, 2022
Nitu was declared winner by ABD (Abandon) #Cheer4India#Indi4CWG2022 pic.twitter.com/FCfmSHZaaT
সেমিতে ভারতীয় হকি দল
২২তম কমনওয়েলথ গেমসে গ্রুপ 'এ'-তে নিজেদের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা হকিদল। কার্যত মরণ-বাঁচন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ স্কোরলাইনে জিতল সবিতা পুণিয়ার দল। ম্যাচে বন্দনা কাটারিয়া ও নবনীপ কৌরের গোলে শুরুতেই এগিয়ে যায় ভারত। তবে ব্রাইন স্টেয়ার্স ও হ্যানার গোলে সমতা ফেরায় কানাডা। দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে শেষ কোয়ার্টারে আক্রমণের পথ বেছে নেয়। তবে শেষ পর্যন্ত লালরেমসিয়ামির গোলেই ভারত ম্যাচ নিজেদের নামে করে।
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে কানাডাকে হারিয়ে সেমিতে পৌঁছল ভারতীয় মহিলা হকি দল