Commonwealth Games 2022: বার্মিংহামে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বড় সাফল্য, ৪ X ৪০০ মিটার ফাইনালে ভারতের পুরুষ দল
CWG 2022: পুরুষদের ৪ X ৪০০ মিটার রিলে দৌড়ের দ্বিতীয় হিটে দু'নম্বরে শেষ করলেন ভারতীয় অ্যাথলিটরা। ভারতীয় দলে ছিলেন মহম্মদ আনাস ইয়াহিয়া, নোয়া নির্মল টম, মহম্মদ আজমল বড়িয়াথোড়ি ও আমোজ জেকব।
বার্মিংহাম: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বড় সাফল্য ভারতের। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (CWG 2022) পুরুষদের ৪ X ৪০০ মিটার রিলে দৌড়ের ফাইনালে উঠল ভারতের পুরুষ দল।
হিটে দ্বিতীয়
পুরুষদের ৪ X ৪০০ মিটার রিলে দৌড়ের দ্বিতীয় হিটে দু'নম্বরে শেষ করলেন ভারতীয় অ্যাথলিটরা। ভারতীয় দলে ছিলেন মহম্মদ আনাস ইয়াহিয়া, নোয়া নির্মল টম, মহম্মদ আজমল বড়িয়াথোড়ি ও আমোজ জেকব। ৩.০৬.৯৭ মিনিটে রিলে দৌড় শেষ করে ভারতীয় দল। হিটে কিনিয়া প্রথম স্থানে শেষ করেছে।
বজরঙ্গের জয়
কুস্তিতে প্রথম ম্যাচেই জিতলেন বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia)। পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে ২ মিনিটেরও কম সময়ে জয়ী হলেন তিনি। নাওরাওয়ের লো বিংহামকে নাস্তনাবুদ করে হারালেন তিনি। গতবারও এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন বজরঙ্গ। প্রথম এক মিনিট প্রতিপক্ষকে জরিপ করেন। তারপরই তাঁকে প্যাঁচে ম্যাটে ফেল দেন। পরের রাউন্ডে অবশ্য কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে বজরঙ্গের জন্য। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী, মরিশাসের জঁ গাইলিয়ানে।
#CommonwealthGames Updates | Day 8
— All India Radio News (@airnewsalerts) August 5, 2022
▪️Wrestling- India's🇮🇳 Deepak Punia qualifies for the men's freestyle 86kg quarter-finals.
Bajrang Punia also reaches to the quarterfinals of the men's 65 kg after beating Nauru's Lowe Bingham.#Cheer4India | #CWG2022 | #India4CWG2022 | pic.twitter.com/SWiAh0dfNS
কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারোত্তোলনে ভারত ১০ পদক জিতেছে। তারপর থেকেই প্রত্যাশার পারদ চড়ছিল কুস্তি নিয়ে। যে ইভেন্টে ভারতের অভিযান শুরু হল শুক্রবার। আর প্রথম দিনই প্রত্যাশা মাফিক দাপট শুরু করে দিলেন ভারতীয় পালোয়ানরা।
পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল ১/৮ ফাইনালে জিতলেন ভারতের দীপক পুনিয়া (Deepak Punia)। নিউজিল্যান্ডের ম্যাথু অক্সেনহ্যামকে হারিয়ে দিলেন ভারতীয় কুস্তিগীর। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি দীপক। ১০-০ ব্যবধানে জিতেছেন তিনি।
ব্যাডমিন্টনে দাপট
মিক্সড দলের ফাইনালে হাতছাড়া হয়েছিল সোনা। তবে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সিঙ্গলসে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় শাটলাররা। পিভি সিন্ধুর পাশাপাশি, লক্ষ্য সেন (Lakshya Sen), কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth), আকর্ষি কাশ্যপরা প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেললেন।
আরও পড়ুন: কমনওয়েলথে ইতিহাস, প্রথম প্যারা টিটি তারকা হিসাবে পদক নিশ্চিত ভাবিনার