CWG 2022: কমনওয়েলথে ইতিহাস, প্রথম প্যারা টিটি তারকা হিসাবে পদক নিশ্চিত ভাবিনার
CWG 2022, Para Table Tennis: ভাবিনার পাশাপাশি সোনালবেন নিজের সেমি জিতলেই দুই ভারতীয় মধ্যে সোনা জয়ের লড়াই হতো। তবে সে গুড়ে বালি। ৩-১ গেমে পরাজিত হলেন সোনালবেন পটেল।
বার্মিংহাম: টোকিও প্যারা অলিম্পিক্সে এসেছিল রুপো, এবার কমনওয়েলথ গেমসেও (Commonwealth Games 2022) পদক সুনিশ্চিত করে ফেললেন ভারতীয় তারকা প্যাডলার ভাবিনা পটেল (Bhavina Patel)। ইংল্যান্ডের সুই বেইলিকে দাপুটে মেজাজে পরাজিত করে প্যারা টেবিল টেনিসের ফাইনালে পৌঁছলেন ভাবিনা।
ভাবিনার জয়
মহিলাদের সিঙ্গেলস ক্লাস ৩-৫-এর প্রথম সেমিফাইনালে সুইয়ের বিরুদ্ধে নেমেছিলেন ভাবিনা। সেই ম্যাচে স্ট্রেট গেমে ইংল্যান্ডের প্যাডলারকে হারালেন ৩৫ বছর বয়সি ভাবিনা। তিনি ১১-৬, ১১-৬, ১১-৬ স্কোরলাইনে দাপটের সঙ্গে নিজের ম্যাচ জিতে নেন। ফলে ফাইনালে পৌঁছে তাঁর বার্মিংহামে পদক জয়ও সুনিশ্চিত হয়ে যায়। অন্তত রুপো তো জিতছেনই ভাবিনা। এটি এবারের কমনওয়েলথ গেমসের প্যারা বিভাগে ভারতের দ্বিতীয় পদক। এর আগে ভারোত্তোলক সুধীর কালই ভারতকে সোনা এনে দিয়েছেন। তবে কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভাবিনাই প্রথম ভারতীয় প্যাডলার হিসাবে পদক জিততে চলেছেন।
#ParaTableTennis Update 🚨
— SAI Media (@Media_SAI) August 5, 2022
Bhavina 🇮🇳 defeats Sue 🏴 3-0 (11-6, 11-6, 11-6) in Women’s Singles (Class 3-5) Semi Final 1 and now advances to Finals
Go For GOLD Champ 👍#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/2kZFk90rFT
হতাশ করলেন বাকি দুই
ভাবিনার পাশাপাশি মহিলাদের সিঙ্গেলস ক্লাস ৩-৫ সেমিফাইনালে কোয়ালিফাই করেছিলেন সোনালবেন পটেলও (Sonal Patel)। ফলে তিনি নিজের ম্যাচ জিতলেই দুই ভারতীয়র মধ্যে ফাইনাল ম্য়াচ খেলা হওয়ার এক দুর্লভ দৃশ্য দেখা যেত। তবে সোনালবেন পারলেন না। তিনি নাইজিরিয়ার ইকপেওয়ির কাছে ৩-১ সেটে হেরে গেলেন। পরাজিত হলেন আরেক ভারতীয় প্যাডলার রাজ অরবিন্দনও (Raj Aravindan)।
তিনি পুরুষদের সিঙ্গেলস ক্লাস ৩-৫ সেমিফাইনালে নেমেছিলেন। তবে তাঁকেও নাইজিরিয়ার প্যাডলারের কাছেই হারতে হল। সোনালেবনের মতো অরবিন্দনও ৩-১ গেমে পরাজিত হন। সোনালবেন এবং অরবিন্দন, দুই ভারতীয় প্যাডলারের কাছেই এরপরেই পদক জয়ের সুযোগ থাকছে। উভয়েই ব্রোঞ্জ পদক জয়ের জন্য নিজেদের ম্যাচ খেলতে নামবেন শনিবার।
আরও পড়ুন: ফাইনালে যাওয়ার সুযোগ সবিতা পুণিয়াদের, টিটি ম্যাচের গুচ্ছ, এক নজরে ভারতীয়দের গোটা দিনের সূচি