Jeremy Lalrinnunga Wins Gold: ভারোত্তোলন থেকেই এল দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে জিতলেন জেরেমি
CWG 2022: ১৯ বছর বয়সি তরুণ জেরেমি লালরিনুনগা গেমস রেকর্ড করে ভারতকে সোনা এনে দিলেন। তিনি 'স্ন্যাচ'-এ রেকর্ড ১৪০ কেজি এবং 'ক্লিন এন্ড জার্ক'-এ ১৬০ কেজি ওজন তোলেন।
বার্মিংহাম: গতকাল মীরাবাঈ চানু ভারোত্তোলন থেকে ভারতকে এবারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিলেন। এখনও পর্যন্ত ভারতের সবকয়টি পদকই এসেছে ভারোত্তোলন থেকে। এবার আবারও ভারোত্তোলনে সাফল্য। গেমসের দ্বিতীয় স্বর্ণপদকও এল ভারোত্তোলন থেকেই।
কমনওয়েলথ রেকর্ড
৬৭ কেজি বিভাগে ১৯ বছর বয়সি মিজোরামের তরুণ জেরেমি লালরিনুনগা (Jeremy Lalrinnunga) ভারতীয় হয়ে বার্মিংহামে দ্বিতীয় সোনা জিতলেন। তাও এমনি এমনি না, জিতলেন একেবারে গেমস রেকর্ড গড়ে। 'স্ন্যাচ'-এ জেরেমি নিজের প্রথম প্রয়াশেই ১৩৬ কেজি ওজন ওঠান। দ্বিতীয় প্রয়াশে কমনওয়েলথ গেমস রেকর্ড ১৪০ কেজি ভারোত্তোলনে সফল হন টিনএজার। এরপর তৃতীয় প্রয়াশে আরও বেশি, ১৪৩ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন বটে জেরেমি। তবে তাতে সাফল্য পাননি।
১৪৩ কেজি তুলতে না পারলেও, তিনি 'স্ন্যাচ'-এ ১৪০ কেজি ভারোত্তোলনের পর, 'ক্লিন অ্যান্ড জার্ক'-এ ১৬০ কেজি ওজন তোলেন। মোট ৩০০ কেজি ওজন তুলেই ৬৭ কেজি ভারোত্তোলনে একেবারে স্বর্ণপদক জিতে নিলেন তিনি। প্রতিযোগিতা চলাকালীন তাঁর পেশিতে টান ধরে এমনকী ওজন তোলার সময় কনুইয়ে চোটও লাগে বটে, তবে কোনওকিছুইতেই থামেননি জেরেমি। সামোয়ার ভাইপাভা লোয়ানে জেরির থেকে সাত কেজি কম, মোট ২৯৩ কেজি ওজন তুলে দ্বিতীয় স্থানে শেষ করেন। নাইজেরিয়ার এডিডিয়ং উময়াফিয়া তৃতীয় হন। তিনি মোট ২৯০ কেজি ওজন তুলেছেন।
#Weightlifting Update 🚨@raltejeremy set the New Games Record in Snatch category with the best lift of 140kg in Men's- 67kg at @birminghamcg22
— SAI Media (@Media_SAI) July 31, 2022
Keep it up🔥🔥🔥
🆙️⏭️
Clean & Jerk 🙂#Cheer4India#IndiaTaiyaarHai pic.twitter.com/H0eRDt8j96
ইয়ুথ অলিম্পিক্সে সোনা
এই প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে স্বর্ণপদক জিতলেও, জেরির কৃতিত্ব কিন্তু কম নয়। এই অল্প বয়সেই বেশ রেকর্ড রয়েছে তার দখলে। তিনিই প্রথম ভারতীয় হিসাবে ২০১৮ সালে ইয়ুথ অলিম্পিক্সে স্বর্ণপদক জিতেছিলেন। ২০১৬ সালে ইয়ুথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছিলেন তিনি। গত বছর কমনওয়েলথ সিনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেই তিনি এবারের কমনওয়েথ গেমসে নামার ছাড়পত্র পান। আর প্রথমবার নেমেই সাফল্য। জেরি নিশ্চয়ই এবার ২০২৪ প্যারিস অলিম্পিক্সকেই পাখির চোখ করে এগোবেন।
আরও পড়ুন: ভারোত্তোলনে আরও একটি পদক, রুপো জয় বিন্দিয়ারানি দেবীর