Commonwealth Games 2022: প্রথম প্রয়াসেই লং জাম্পের ফাইনালে পৌঁছলেন শ্রীশঙ্কর, যোগ্যতা অর্জন করলেন আনিশও
CWG 2022: সরাসরি ফাইনালে কোয়ালিফাই করার জন্য ৮ মিটার অতিক্রম করার প্রয়োজন ছিল, মুরলি প্রথম প্রয়াসেই ৮.০৫ মিটার অতিক্রম করে ফাইনালে পৌঁছে যান।
বার্মিংহাম: ওরিগানে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করেও পোডিয়াম ফিনিশ করতে পারেননি মুরলি শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। তবে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নেওয়ার লক্ষ্যে শুরুটা দারুণভাবে করলেন তিনি।
প্রথম প্রয়াশেই সাফল্য
ভারতীয় লং জাম্পার মঙ্গলবার (২ অগাস্ট) নিজের প্রথম প্রয়াসেই ৮.০৫ মিটারের এক বিরাট লম্বা ঝাঁপ দেন। ফাইনালে সরাসরি নামার যোগ্যতা অর্জন করার জন্য ৮ মিটার লাফের প্রয়োজন ছিল। ২৩ বছর বয়সি ভারতীয় নিজের প্রথম প্রয়াসেই সেই ৮ মিটারের গণ্ডি পার করে ফেলেন। এর জেরেই মুরলি সরাসরি ফাইনালে নামার যোগ্যতা অর্জন করেন। কোয়ালিফায়িং পর্বে তিনি এক নম্বরেই শেষ করলেন।
Long Jump Update 🚨
— SAI Media (@Media_SAI) August 2, 2022
M. Sreeshankar qualifies for the finals in his first attempt itself with an leap of 8.05m.
With this jump he achieved the 8m automatic qualifying mark. #CWG2022 pic.twitter.com/B1Ol3RoQO5
অপরদিকে, আরেক ভারতীয় লং জাম্পার মহম্মদ আনিশও (Muhammed Anees) ফাইনালের নামার ছাড়পত্র পেয়ে যান। তিনি অবশ্য ৮ মিটারের গণ্ডি পার করতে পারেননি। ৭.৬৮ মিটারের লাফ নিয়ে নিজের কোয়ালিফায়িং গ্রুপ 'বি'-তে তৃতীয় এবং সব মিলিয়ে অষ্টম স্থানে শেষ করেন আনিশ। নিজের দ্বিতীয় প্রয়াসে ৭.৬৮ মিটার অতিক্রম করেন ২৭ বছর বয়সি ভারতীয় লং জাম্পার।
ফাইনালে মনপ্রীতও
কমনওয়েলথ গেমসের শট পুটের ফাইনালে পৌঁছে গেলেন মনপ্রীত কৌর (Manpreet Kaur)। কোয়ালিফায়িং রাউন্ডে সপ্তম স্থানে শেষ করেছেন মনপ্রীত (Manpreet Kaur)। কোয়ালিফায়িং রাউন্ডের থেকে মোট ১২ জন ফাইনালে পৌঁছতে পারবেন। সেখানেই মনপ্রীত সপ্তম স্থানে থেকে ফাইনালে জায়গা করে নিলেন। নিজের সেরা পদক্ষেপে ১৬.৭৮ মিটার দূরত্ব অতিক্রম করেন মনপ্রীত।
আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়নকে হারালেন লক্ষ্য, জিতলেন সিন্ধু, ফাইনালে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবে ভারত?