Commonwealth Games: বার্মিংহ্য়াম কমনওয়েলথ গেমসের উদ্বোধনে ভারতের পতাকা বাহক নীরজ না সিন্ধু?
Commonwealth Games 2022: অগাস্টের ৫ তারিখ থেকে জ্যাভলিন ইভেন্টের যোগ্যতা নির্ণায়ক পর্ব শুরু হচ্ছে। তাই অন্যান্য ভারতীয় প্রতিযোগীদের থেকে অনেকটাই পরে বার্মিংহ্যামে পৌঁছবেন নীরজ।
নয়াদিল্লি: আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হতে চলেছে এবারের কমনওয়েলথ গেমসে। ৮ অগাস্ট পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। ভারত থেকে এবার ৩২২ জনের স্কোয়াড ঘােষণা করা হয়েছে। এঁদের মধ্যে ২১৫ জন অ্যাথলিটের পাশাপাশি ১০৭ জন আধিকারিক এবং সাপোর্ট স্টাফও থাকবেন দলের সঙ্গে। এই প্রথমবার কমনওয়েলথের মঞ্চে ক্রিকেট দেখা যাবে। মহিলা ক্রিকেট দল নামবে এই টুর্নামেন্টে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে হবেন?
দৌড়ে নীরজ চোপড়া, পিভি সিন্ধু
এই মুহূর্তে ভারতীয় ক্রীড়া জগতে সবেচেয়ে উল্লেখযোগ্য দুটো নাম। অলিম্পিক্স অ্যাসোসিয়েশনে অফ ইন্ডিয়া অর্থাৎ আইওসির প্রথম পছন্দ নীরজ চোপড়া। ভারতের এই তরুণ জ্যাভলিন থ্রোয়ারের সাম্প্রতিক সাফল্যই তাঁর হয়ে কথা বলছে। টোকিওতে অলিম্পিক্সে সোনা জয়ের পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো। তবে নীরজের থেকে খুব একটা পিছিয়ে নেই সিন্ধু। তিনি ২ বারের অলিম্পিক্স পদকজয়ী। এছাড়া সদ্য সিঙ্গাপুর ওপেন জিতেছেন এই তারকা শাটলার। তবে নীরজ ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। এছাড়া ২০১৮ এশিয়ান গেমসে ভারতের পতাকা বয়েছেন। কিন্তু এখানেও একটা সমস্যা তৈরি হয়েছে।
কবে কমনওয়েলথ গেমস ভিলেজে পৌঁছবেন নীরজ?
অগাস্টের ৫ তারিখ থেকে জ্যাভলিন ইভেন্টের যোগ্যতা নির্ণায়ক পর্ব শুরু হচ্ছে। তাই অন্যান্য ভারতীয় প্রতিযোগীদের থেকে অনেকটাই পরে বার্মিংহ্যামে পৌঁছবেন নীরজ। আর এটাই মূল মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আইওএ-র ভারপ্রাপ্ত সভাপতি অনিল খান্না বলছেন, ''আমরা নীরজের যাত্রাপথের দিকে নজর রেখেছি। ও কখন এসে পৌঁছবে তার ওপর অনেক কিছু নির্ভর করবে। আমরা হয়ত ২৪ ঘণ্টার মধ্যেই এই নিয়ে সিদ্ধান্ত নেব।"
ভারতের স্কোয়াড
অলিম্পিকে পদকজয়ী ভারতীয় তারকাদের মধ্যে নীরজ চোপড়া (Neeraj Chopra), পিভি সিন্ধুরা (PV Sindhu) তো আছেনই, পাশাপাশি ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে পদকজয়ী মণিকা বাত্রা, এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী হিমা দাসও ভারতীয় দলে জায়গা পেয়েছেন। এবার কমনওয়েলথ গেমসে ক্রিকেটও খেলা হবে। তবে শুধু মহিলা দলই এই টুর্নামেন্টে খেলবে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে শক্তিশালী ভারতীয় দলের ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ভারতীয় অ্যাথলিটরা কমনওয়েলথ গেমসের জন্য তৈরি পাঁচটি 'ভিলেজে' থাকলেও, হরমনপ্রীতদের জন্য আলাদাভাবে বার্মিংহ্যামের সিটি সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে।