Commonwealth Games 2022 : একের পর এক সাফল্য কমনওয়েলথে, পদক-তালিকায় কোথায় ভারত ?
MEDAL TALLY : এই মুহূর্তে ভারতের ঝুলিতে এসেছে ৪৮টি পদক। তার মধ্যে ১৭টি সোনা, ১২টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ
![Commonwealth Games 2022 : একের পর এক সাফল্য কমনওয়েলথে, পদক-তালিকায় কোথায় ভারত ? Commonwealth Games 2022 : Remarkable performance, India is among the top 5 countries at 4th position in the medal tally Commonwealth Games 2022 : একের পর এক সাফল্য কমনওয়েলথে, পদক-তালিকায় কোথায় ভারত ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/07/ae62f7a75668403d32e103a4134abacf1659882898_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : কমনওয়েলথ গেমসে একের পর এক সাফল্য। আজ, রবিবারও ইতিমধ্যেই একাধিক পদক জয় করে ফেলেছেন ভারতীয় খেলোয়াড়রা। এই সাফল্যের জেরে পদক-তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। এই মুহূর্তে ভারতের ঝুলিতে এসেছে ৪৮টি পদক। তার মধ্যে ১৭টি সোনা, ১২টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ।
ভারতের আগে রয়েছে তিনটি দেশ। ১৬৪টি পদক নিয়ে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ১৫৭টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, তৃতীয় কানাডা জিতেছে ৮৫টি পদক।
একনজরে আজ ভারতের উল্লেখযোগ্য পদক-
এর আগে দিনের শুরুতে অমিত পাংহাল ফ্লাইওয়েট (৪৮ কেজি থেকে ৫১ কেজি) বিভাগে ভারতকে সোনা এনে দেন। তাঁর বিরুদ্ধে ফাইনালে প্রতিপক্ষ ছিলেন কিয়ারান ম্যাকডোনাল্ড। ইংলিশ বক্সারকে ৫-০ হারান তিনি।
আরও পড়ুন ; বক্সিং থেকে তৃতীয় সোনা, নীতু, অমিতের পর এবার জিতলেন নিখাত
প্রথম কমনওয়েলথ গেমসে নেমেই সোনা জিতলেন নীতুও। মহিলাদের বক্সিংয়ের মিনিমামওয়েট (৪৫ কেজি থেকে ৪৮ কেজি) ফাইনালে নীতুর প্রতিপক্ষ ছিলেন আয়োজক দেশের বক্সার ডেমি-জেড রেজটান। তাঁকেই ৫-০ হারিয়ে সোনা জিতলেন ভারতীয় বক্সার।
সোনা জেতেন আরেক বক্সার। তিনি আর কেউ নন নিখাত জারিন (Nikhat Zareen)। ৫০ কেজি (ফ্লাইওয়েট) বিভাগে নর্দার্ন আয়ার্ল্যান্ডের কার্লি এমসি নলকে ৫-০ পরাজিত করেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, ভারতের গর্ব, নিখাত।
কমনওয়েলথ গেমস ২০২২-এ একের পর এক চোখধাঁধানো প্রদর্শন। সেই তালিকায় ঢুকে গেছেন সন্দীপ কুমার। ১০ হাজার মিটার পুরুষ রেস ওয়াকে জিতে নিলেন ব্রোঞ্জ।
পুরুষদের ট্রিপল জাম্পে কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতকে ট্রিপল জাম্পে প্রথম সোনা জেতালেন এল্ডহোস পাল। তিনি ১৭.০৩ মিটার লাফিয়ে ট্রিপল জাম্পে সোনা জিতলেন। অল্পের জন্য় সোনা হাতছাড়া আরেক ভারতীয় আব্দুল্লা আবুবাকেরের। তিনি ১৭.০২ মিটার লাফিয়ে রুপো জিতলেন।
তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জিতে নিলেন জ্যাভলিন থ্রোয়ার আন্নু রানি (Annu Rani)। নিজের সেরা ৬০.০০ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতে নেন আন্নু।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)