Asia Cup 2022 Schedule: আমিরশাহিতেই ২৭ অগাস্ট থেকে শুরু এশিয়া কাপ
Asia Cup 2022: শ্রীলঙ্কার রাজনৈতিক-অর্থনৈতিক অচলাবস্তার কারণে এশিয়া কাপ সময়মতো হবে কি না তা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনেই এই টুর্নামেন্ট শুরু হলেও নির্দিষ্ট দিনেই খেলা হচ্ছে।
মুম্বই: এশিয়া কাপ শুরু হতে চলেছে আগামী ২৭ অগাস্ট থেকে। আগামী ১১ সেপ্টম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মঙ্গলবার তা জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ। শ্রীলঙ্কার রাজনৈতিক-অর্থনৈতিক অচলাবস্তার কারণে এশিয়া কাপ (Asia Cup 2022) সময়মতো হবে কি না তা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনেই এই টুর্নামেন্ট শুরু হলেও, তার ভেনু বদল হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে আসন্ন এশিয়া কাপ।
উল্লেখ্য়, আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হল - ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। বাকি দলটি আরব-আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার একটি কোয়ালিফায়ার থেকে বেছে নেয়া হবে।
তবে সূত্রের খবর, এশিয়া কাপ আয়োজনের অন্যতম দাবিদার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তাঁরাও এই টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছিল। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আমিরশাহিতেই এই টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের মতো টুর্নামেন্টও সুষ্ঠভাবে আয়োজিত হয়েছিল আমিরশাহিতে। তার জন্যই সেখানেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
লঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে একপ্রকার জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা এশিয়া কাপ আয়োজন করতে ইচ্ছুক নয়। উল্লখ্য, দেশের এই অচলাবস্থার মধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছে লঙ্কা ক্রিকেট দল। আবার পাকিস্তান এই মুহূর্তে শ্রীলঙ্কাতেই রয়েছে। বাবর আজমরা সেখানে গল স্টেডিয়ামে এই মুহূর্তে সিরিজের প্রথম টেস্ট খেলছেন। কিন্তু এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিতে চায়নি লঙ্কা ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, আগামী ২৮ অগাস্ট, অর্থাৎ টুর্নামেন্ট শুরুর পরের দিনই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজিত হতে চলেছে। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের একবার ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ২২ গজে মুখোমুখি হতে চলেছে।
আরও পড়ুন: শট পুটেও পদকের সম্ভাবনা উজ্জ্বল, ফাইনালে পৌঁছলেন মনপ্রীত কৌর