এক্সপ্লোর
বিরাট কেন, মিয়াঁদাদ-ইনজামাম-ইউনিস, পাকিস্তানে এত বড় বড় প্লেয়ার, তাঁদের সঙ্গে আমার তুলনা করুন না! বাবর আজম
কেন বিরাটের সঙ্গে তুলনা পছন্দ নয় বাবরের? কারণ, তিনি চান কোনও ভারতীয় নয়, তাঁর সঙ্গে পাকিস্তানের গ্রেটদের তুলনা করা হোক।

করাচি: বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে কে সেরা? তুলনাটা বেশ কিছু দিন ধরেই চলছে। যে তুলনায় বিরক্তি প্রকাশ করলেন বাবর নিজেই। তিনি চান, তাঁর সঙ্গে তুলনা হোক জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম-উল হকদের মতো পাকিস্তানের কিংবদন্তিদের। কোহলি ও বাবরকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাখা হয়। কোহলি গত ছয়-সাত বছর ধরেই বিশ্বের সেরা ব্যাটসম্যানের মর্যাদা পাচ্ছেন। বাবর তাঁর কেরিয়ারের শুরুর দিকে টেস্টে অতটা ভালো করতে না পারলেও সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল। টেস্টেও রান পাচ্ছেন এখন। কেন বিরাটের সঙ্গে তুলনা পছন্দ নয় বাবরের? কারণ, তিনি চান কোনও ভারতীয় নয়, তাঁর সঙ্গে পাকিস্তানের গ্রেটদের তুলনা করা হোক। ইংল্যান্ড সফরে এখন পাকিস্তান দলের সঙ্গে আছেন বাবর। সেখান থেকে টেলিকনফারেন্সে তিনি বলেছেন, 'আমাকে কারও সঙ্গে তুলনা করতে চাইলে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করুন। বিরাট কোহলি না। আমাদের জাভেদ মিঁয়াদাদ, ইউনিস খান, ইনজামাম উল হকের মতো কিংবদন্তি আছেন। তাঁদের সঙ্গে তুলনা হলে নিজের সাফল্য নিয়ে আরও গর্ব অনুভব করব।'
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















