এক্সপ্লোর
Advertisement
বিরাটদের জার্সিতেও গৈরিকীকরণ, অভিযোগ কংগ্রেস-সপার, পাল্টা বিজেপি
মহারাষ্ট্রের সপা বিধায়ক আবু আজমির দাবি, ‘মোদি গোটা দেশকে গেরুয়া করে দিতে চান। জার্সিও গেরুয়া করে দেওয়া হয়েছে। যদি জার্সির রং বেছে নিতে হয়, তাহলে তেরঙা বাছা উচিত।’
নয়াদিল্লি ও মুম্বই: বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল যে জার্সি পরে খেলবে, সেটির পিছনেও রাজনীতি দেখছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। এই দুই দলেরই দাবি, মোদি সরকারের চাপেই ভারতীয় দল কমলা জার্সি পরে খেলবে। ক্রিকেট দলের জার্সিতেও গৈরিকীকরণের চেষ্টা করছে বিজেপি। পাল্টা জাতীয় পতাকায় গেরুয়া রং থাকার কথা উল্লেখ করে কংগ্রেস ও সপাকে আক্রমণ করেছে বিজেপি।
মহারাষ্ট্রের সপা বিধায়ক আবু আজমির দাবি, ‘মোদি গোটা দেশকে গেরুয়া করে দিতে চান। জার্সিও গেরুয়া করে দেওয়া হয়েছে। যদি জার্সির রং বেছে নিতে হয়, তাহলে তেরঙা বাছা উচিত।’
আজমিকে সমর্থন করে কংগ্রেস বিধায়ক নাসিম খান বলেছেন, ‘ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা সহ সবক্ষেত্রেই দেশকে গৈরিকীকরণের দিকে নিয়ে যাচ্ছে মোদি সরকার।’
প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ শর্মা অবশ্য বলেছেন, ‘এটা রাজনীতির বিষয় নয়। যদি দল ও বিসিসিআইয়ের কোনও সমস্যা না থাকে, তাহলে ভারতীয় দল কোন রঙের জার্সি পরছে সেটা কোনও বিষয় নয়। আসল বিষয় হল, ভারতীয় দলকে ভাল খেলতে হবে এবং বিশ্বকাপ জিততে হবে।’
বিজেপি মুখপাত্র নলিন কোহলি বলেছেন, ‘এটা ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি এবং প্রতিক্রিয়াশীল রাজনীতি। যারা গেরুয়া রঙের সমালোচনা করে, তারা ভুলে যায় যে এটি জাতীয় পতাকার অঙ্গ। যদি জাতীয় পতাকার রং ব্যবহার করা হয়, তাহলে গর্ব ও জাতীয়তাবাদের প্রসার হবে। এই ধরনের প্রতিক্রিয়া হওয়া উচিত নয়।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement