Fifa World Cup 2022: দিয়েগো, পাসারেল্লার সঙ্গে একই ছবিতে মেসি, মারাদোনার ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা লিওকে
Qatar World Cup 2022: ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনা আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। এবার সেই তালিকায় যোগ হয়ে গেল লিওনেল মেসির নামও।
দোহা: তৃতীয় আর্জেন্তাইন অধিনায়ক হিসেবে বিশ্বজয় করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। গতকাল ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর ফের বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা (Argentina)। যেই দলের অধিনায়ক লিওনেল মেসি। তাঁর আগে ১৯৭৮ সালে ড্যানিয়েল পাসারেল্লা, ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনা আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। এবার সেই তালিকায় যোগ হয়ে গেল লিওনেল মেসির নামও।
প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়েছে একটি ছবি। সেখানে পাসারেল্লা, মারাদোনার সঙ্গে বিশ্বকাপ হাতে হাসিমুখে মেসির ছবি। যা ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই।
View this post on Instagram
আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পেছনে যতটা লিওনেল মেসির অবদান রয়েছে, ততটাই অবদান রয়েছে এই মানুষটারও। তিনি কোচ হয়ে আসার পরই পুরো পাল্টে গিয়েছিল নীল সাদা শিবির। ৩৬ বছর পর আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে আবেগে ভাসছেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি। গতকাল ফ্রান্সকে হারানোর পর স্কালোনি বলেন, ''আমি গর্বিত। অন্যান্য দিনের চেয়ে কম রোমাঞ্চিত আমি তবে আজ আমি মুক্ত। এই দল আমাকে গর্বিত করেছে, এই অর্জন তাদের। আমি মানুষকে বলতে চাই উপভোগ করুন, কারণ এটা ঐতিহাসিক মুহূর্ত।''
লিওনেল মেসিকে নিয়েও মুখ খুললেন স্কালোনি। তিনি বলেন, ''আমার মনে হয় ১০ নম্বর জার্সিটা পরের বিশ্বকাপের জন্য তৈরি রাখা উচিত আমাদের। যদি মেসি খেলেন তো অবশ্যই ওঁ স্কোয়াডে থাকবেন। ওঁর কেরিয়ার কীভাবে এগােবে তা সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করেছে ওঁ। যেভাবে গোটা দলকে উদ্বুদ্ধ করেছেন মেসি তা সত্যিই অবিশ্বাস্য। এরকম মানুষ আমি কখনও দেখিনি আগে।''
পরের বিশ্বকাপ হয়ত মেসি খেলবেন না, কিন্তু এখনই যে অবসর নিচ্ছেন না তা নিশ্চিত করে দিয়েছেন এলএমটেনও। গতকাল ম্যাচের পর মেসি বলেন, ''নিঃসন্দেহে আমি এটাই চেয়েছিলাম যে বিশ্বকাপ জিতে শেষ করতে। এর থেকে বেশি আর কিই বা পেতে পারি আমি। আমি ফুটবল খুব ভালবাসি। কী করতে পারি আর। দেশের জার্সিতে খেলাটা সবসময় উপভোগ করি। এই দলটার সঙ্গে থাকা সবসময় উপভোগ করি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই।''