এক্সপ্লোর
Advertisement
ব্রিউস্টারের হ্যাটট্রিক, ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
কলকাতা: কলকাতার স্বপ্নভঙ্গ। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হার ব্রাজিলের। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনাল, পরপর দু’টি ম্যাচে হ্যাটট্রিক করলেন ইংল্যান্ডের স্ট্রাইকার রিয়ান ব্রিউস্টার। তাঁর অসাধারণ পারফরম্যান্সের সুবাদে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। অপর সেমিফাইনালে স্পেন ও মালি ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে শনিবার যুবভারতীতেই ফাইনালে খেলবে ইংল্যান্ড। ব্রাজিল অবশ্য কলকাতাতেই তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ খেলবে।
রবিবার যুবভারতীতে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে পিছিয়ে পড়েও, ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল ব্রাজিল। কলকাতার ফুটবলপ্রেমীরা ধরেই নিয়েছিলেন, ফাইনালে দেখা যাবে প্রিয় দলকে। কিন্তু ইংল্যান্ডও তৈরি ছিল। কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন ব্রিউস্টার। সেই ম্যাচে ইংল্যান্ড জেতে ৪-১ গোলে। আজ ব্রাজিলের বিরুদ্ধে যেন ইংল্যান্ডের সেই পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি দেখা গেল। ফলে ব্রাজিলের যুব দলের মতোই কলকাতার ব্রাজিলপ্রেমীদেরও স্বপ্নভঙ্গ হল।
আজ ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চাপে ফেলে দিয়েছিল ইংল্যান্ড। ১০ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ব্রিউস্টার। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ২১ মিনিটে সমতা ফেরান ওয়েসলি ডেভিড। ৩০ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করেন ব্রেনার। এই সময় মনে হচ্ছিল, ব্রাজিল যে কোনও সময় গোল করে এগিয়ে যাবে। কিন্তু ৩৯ মিনিটে ফের গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন ব্রিউস্টার। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। ৭৭ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ব্রিউস্টার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement