Argentina win vs Uruguay: সামনে কঠিন লড়াই, এই জয় মানসিক শান্তির, উরুগুয়েকে হারিয়ে বললেন মেসি
ম্যাচ জিতে কোপা আমেরিকার গ্রুপ এ-তে চিলির সঙ্গেই যুগ্মভাবে শীর্ষে রইল আর্জেন্তিনা। ২ দলেরই ২ ম্যাচে ৪ পয়েন্ট।
ব্রাসিলিয়া: প্রথম ম্য়াচে তাঁর বাঁ পায়ের জাদু দেখেছিল গোটা বিশ্ব। চিলির গোলকিপার ক্লদিও ব্র্যাভোকে হার মানিয়ে ফ্রি কিক থেকে অনবদ্য় গোল করেছিলেন। কিন্তু তাঁর দল আর্জেন্তিনা (Argentina) এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আটকে গিয়েছিল। চিলির সঙ্গে ম্যাচ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।
শনিবার গোল পাননি লিওনেল মেসি (Lionel Messi)। তবে উরুগুয়ের বিরুদ্ধে কোপা আমেরিকার (Copa America) দ্বিতীয় ম্যাচে অনবদ্য ফুটবল খেললেন। গোলের বল সাজিয়ে দিলেন। তাঁর ক্রস থেকেই হেডে গোল করলেন গুইদো রদরিগেজ়। আর্জেন্তিনাও কোপা আমেরিকায় নিজেদের প্রথম জয় পেল। ম্যাচ জিতে খোশমেজাজে মেসি। ম্য়াচের পর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মেসি। তাতে মেসির সঙ্গে দেখা যাচ্ছে সতীর্থ জোয়াকুইন কোরেয়া, রদরিগো দে পল, লিয়ান্দ্রো পারাদেজ়, অ্যাঙ্খেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিকে। সকলেই দলের ওয়াশরুমে। বাথটবে আদুর গায়ে বসে রয়েছেন মেসি। ছবির ক্যাপশনে মেসি লিখেছেন, 'আজ জেতাটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এই জয় আমাদের মানসিক শান্তি দেবে। কারণ সামনে কঠিন লড়াই।'
শনিবার ভারতীয় সময় ভোরে ব্রাসিলিয়ায় এডিনসন কাভানি-লুইস সুয়ারেজ়ের উরুগুয়ের বিরুদ্ধে শুরু থেকেই ছন্দে ছিলেন মেসি। বারবার উরুগুয়ের রক্ষণ ভেদ করে আক্রমণে নেতৃত্ব দিচ্ছিলেন আর্জেন্তিনার অধিনায়ক। ম্যাচের ১৩ মিনিটে কর্নার পেয়েছিল আর্জেন্তিনা। লা আলবিসেলেস্তেদের কর্নার নেওয়ার একটা নির্দিষ্ট কৌশল রয়েছে। মেসিদের খুব কমই কর্নার ফ্ল্যাগের কাছ থেকে বিপক্ষের গোল লক্ষ্য করে বড় হাওয়ায় ভাসানো শট খেলতে দেখা যায়। বরং তাঁদের স্ট্র্যাটেজি হল, কর্নার ফ্ল্যাগের কাছ থেকে কোনও এক ফুটবলার শর্ট পাস খেলবেন। সেই বল ধরে বিপক্ষের গোলমুখে আক্রমণ করা হবে। লিওনেল স্কালোনির কোচিংয়েও আর্জেন্তিনা ফুটবলারদের যে কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে হামেশাই।
সেরকমই একটি কর্নার থেকে পাস খেলে উরুগুয়ে বক্সের বাঁদিক থেকে বাঁ পায়ে নিখুঁত ক্রস বাড়িয়েছিলেন মেসি। লাফিয়ে উঠে হেডে তেকাঠি ভেদ করেন গুইদো রদরিগেজ। শুরুতেই ১ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। যে গোল আর পরিশোধ করতে পারেনি উরুগুয়ে।
এই ম্যাচ জিতে কোপা আমেরিকার গ্রুপ এ-তে চিলির সঙ্গেই যুগ্মভাবে শীর্ষে রইল আর্জেন্তিনা। ২ দলেরই ২ ম্যাচে ৪ পয়েন্ট। সোমবার প্যারাগুয়র বিরুদ্ধে খেলা মেসিদের। গ্রুপের শেষ ম্যাচ বলিভিয়ার সঙ্গে। বাকি ২ ম্যাচের একটিতে জিততে পারলেই পরের পর্বে পৌঁছে যাবেন মেসিরা।