Copa America scandal: হোটেলে মহিলাদের সঙ্গে উদ্দাম পার্টি? হেয়ারড্রেসার, বলছে চিলির ফুটবল সংস্থা
অভিযোগ উঠেছে, ভিদাল-সহ চিলির মোট সাতজন ফুটবলার টিমহোটেলে যৌনকর্মীদের নিয়ে এসে রাতভর উদ্দাম পার্টি করেছেন।
ব্রাসিলিয়া: কোপা আমেরিকায় একটি ম্যাচ জিতে আর একটি ড্র করে গ্রুপ এ-তে আর্জেন্তিনার সঙ্গে যুগ্মভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চিলি। তবে আচমকাই বিতর্কে জড়ালেন চিলির সাত ফুটবলার। যাঁদের মধ্যে রয়েছে আর্তুরো ভিদালের মতো বড় নামও।
অভিযোগ উঠেছে, ভিদাল-সহ চিলির মোট সাতজন ফুটবলার টিমহোটেলে যৌনকর্মীদের নিয়ে এসে রাতভর উদ্দাম পার্টি করেছেন। ভিদাল ছাড়া বাকিরা হলেন গ্যারি মেদাল, পাবলো অরানগুয়েজ়, জিন মেনেসেস, গিলেরমো মারিপান, পাবলো গালদামেজ় ও আর্জেন্তিনার বিরুদ্ধে দলকে গোল করে সমতায় ফেরানো এদুয়ার্দো ভারগাস। ব্রাজিলের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই শোরগোল পড়ে যায়। বলা হয়, কীভাবে কড়া করোনাবিধির মধ্যে, জৈব সুরক্ষা বলয়ের প্রাচীর টপকে এরকম হঠকারী কাজ করলেন ভিদালরা!
কয়েকটি সূত্র থেকে আবার দাবি করা হয়েছে যে, যৌনকর্মী নয়, বান্ধবীদের হোটেলে নিয়ে এসেছিলেন ভিদালরা। যদিও ঘটনার কথা জানাজানি হতেই চর্চা চলছে, অভিযুক্ত ফুটবলারদের কী শাস্তি দেওয়া হয় তা নিয়ে। একসঙ্গে এতজন ফুটবলারকে শাস্তি দিলে চিলির কোপা আমেরিকা ভবিষ্যতই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুবার কোপা আমেরিকা জেতা চিলি এবারও খেতাবের অন্যতম প্রধান দাবিদার।
চিলি ফুটবল সংস্থা অবশ্য অভিযোগের সত্যতা স্বীকার করেনি। তবে একেবারে উড়িয়েও দেয়নি। চিলি ফুটবল সংস্থা থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, হেয়ারড্রেসার নিয়ে যাওয়া হয়েছিল টিমহোটেলে। যৌনকর্মীদের বিষয়টা উড়িয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, কয়েকজন ফুটবলার চুল ঠিক করার জন্য হেয়ারড্রেসার ডেকেছিল হোটেলে। যদিও সেটাও করোনা বিধি ভাঙা। এবং সে কথা অস্বীকারও করেনি চিলি ফুটবল সংস্থা। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেটা সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে হেয়ারড্রেসার হলেও ভিদালদের মোটা জরিমানা করা হচ্ছে বলেই খবর।
কোপা আমেরিকা শুরু হওয়ার ঠিক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ভিদাল। কোপায় চিলির সাফল্য অনেকটাই নির্ভর করে রয়েছে তাঁর ওপর।