এক্সপ্লোর
যৌন নির্যাতনের অভিযোগ, পাক ক্রিকেট ক্যাপ্টেন বাবর আজমের বিরুদ্ধে এফআইআর করতে পুলিশকে নির্দেশ আদালতের
হামিজা মুখতার জানিয়েছেন, বাবরের বিরুদ্ধে নাসিরাবাদ পুলিশ স্টেশনে যৌন নিগ্রহ সংক্রান্ত এফআইআর করেছেন তিনি।

করাচি: পাকিস্তানি ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের (Babar Azam) বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করার জন্য নির্দেশ দিল লাহোরের একটি আদালত। পুলিশকে এ ব্যাপারে এফআইআর করতে নির্দেশ দিয়েছে তারা। হামিজা মুখতার নামে লাহোরের এক বাসিন্দা অভিযোগ করেছেন, বাবর আজম তাঁকে যৌন নিগ্রহ করেছেন, জোর করে গর্ভবতী করেছেন, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রমাণ হিসেবে নিজের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র আদালতে পেশ করেছেন তিনি।
লাহোরের অ্যাডিশনাল সেশনস কোর্টের বিচারক নোমান মহম্মদ নইম দুপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে নাসিরাবাদ পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকতে বাবরের বিরুদ্ধে দ্রুত প্রাথমিক পর্যায়ের তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। হামিজার অভিযোগ, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বলে পরিচিত ২৬ বছরের বাবর আজম বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন, এমনকী একবার তিনি গর্ভবতী হয়ে পড়লে তাঁকে গর্ভপাতে বাধ্য করেছেন। বিচারক বলেছেন, এত বড় ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত আপত্তিকর, এ ব্যাপারে সম্পূর্ণ তদন্ত করতে হবে।
হামিজা মুখতার জানিয়েছেন, বাবরের বিরুদ্ধে নাসিরাবাদ পুলিশ স্টেশনে যৌন নিগ্রহ সংক্রান্ত এফআইআর করেছেন তিনি।
সংবাদপত্রে প্রকাশ, আর এক অ্যাডিশনাল সেশনস জাজ আবিদ রাজা আগেই বাবর ও তাঁর পরিবারকে নির্দেশ দেন, অভিযোগকারিণী হামিজা মুখতারকে কোনওভাবে উত্যক্ত বা নিগ্রহ না করতে। হামিজা ইতিমধ্যে অভিযোগ করেছেন, তাঁকে হুমকি ফোন করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, যাতে তিনি বাবরের বিরুদ্ধে করা যৌন নিগ্রহ ও প্রতারণার মামলা তুলে নেন। তাঁর দাবি, তিনি আগেও বাবরের বিরুদ্ধে এফআইআর দায়েরের চেষ্টা করেন কিন্তু তিনি তাঁকে ফের বিয়ের আশ্বাস দেওয়ায় অভিযোগ প্রত্যাহার করে নেন।
বুড়ো আঙুলে চিড় ধরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের অল্পদিন আগে শেষ হওয়া সিরিজে যোগ দেননি বাবর। এখন তিনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ও টি ২০ সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
