Glenn Maxwell: মদ্যপ অবস্থায় হাসপাতালে! আইপিএলের আগে বড় বিতর্কে জড়ালেন ম্যাক্সওয়েল
Australia Cricket Board: শুক্রবার মদ্যপ অবস্থায় অ্যাডিলেডের এক হাসপাতালে ভর্তি করা হয় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্যকে।
সিডনি: আইপিএল (IPL) শুরু হতে আর মাস দুয়েক বাকি। তার আগে বড় বিতর্কে জড়ালেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তদন্তে নেমে পড়ল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও (Cricket Australia)।
শুক্রবার মদ্যপ অবস্থায় অ্যাডিলেডের এক হাসপাতালে ভর্তি করা হয় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্যকে। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের খবর অনুযায়ী, ম্যাক্সওয়েল সিক্স অ্যান্ড আউটের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। যেটি আদপে অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্টবোলার ব্রেট লির ব্যান্ড। সেখানেই মত্ত অবস্থায় দেখা যায় ম্যাক্সওয়েলকে। ঠিক কী হয়েছিল জানা না গেলেও, অ্যাম্বুল্যান্স ডেকে ম্যাক্সওয়েলকে বার করে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় হাসপাতালে।
অ্যালকোহল সংক্রান্ত ঘটনায় গ্লেন ম্যাক্সওয়েল গত শুক্রবার অ্যাডিলেডে এক হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অ্যাডিলেডের একটি পানশালায় রক ব্যান্ড ‘সিক্স অ্যান্ড আউট’–এর গান শুনতে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। দুর্ঘটনা ঘটেছে সেখানেই। নিউ সাউথ ওয়েলসের প্রথম শ্রেণির প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে বানানো এই ব্যান্ডের সদস্য অস্ট্রেলিয়ার ফাস্টবোলার ব্রেট লি।
অস্ট্রেলিয়ার এক দৈনিকের খবর অনুযায়ী, অ্যাডিলেডের একটি কনসার্টে গিয়ে মদ্যপান করেছিলেন ম্যাক্সওয়েল। গভীর রাতে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলেছিল তাঁর। তবে রাতে তিনি হাসপাতালে থাকেননি। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে।
অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বাকি ক্রিকেটারেরাও সেই কনসার্টে আমন্ত্রিত ছিলেন। কিন্তু তাঁদের সঙ্গে যাননি ম্যাক্সওয়েল। একাই গিয়েছিলেন। সেখানে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি-র ব্যান্ড ‘সিক্স অ্যান্ড আউট’-এর পারফর্ম করেছিল। তার পরেই রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল ম্যাক্সওয়েলকে।
গত ১৫ জানুয়ারি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিছু দিন আগেই মেলবোর্ন স্টার্সের অধিনায়কের পদ ছেড়ে দেন। হোবার্ট হারিকেন্সের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি, বোর্ডের ঘোষণায় তীব্র জল্পনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে