Sourav Ganguly: আজ ৫১ পূর্ণ করলেন সৌরভ, শুভেচ্ছাবন্যায় ভাসলেন প্রিন্স অফ ক্যালকাটা
Sourav Ganguly: মহেন্দ্র সিংহ ধোনি জমানার আগে সৌরভের নেতৃত্বেই দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় দল। ভারতীয় ক্রিকেটের কালো অধ্যায় থেকে দলকে তুলে এনেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
কলকাতা: আজ ৫১ বছর পূর্ণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের অন্যতম সফল অধিনায়ককে শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে। এছাড়াও সৌরভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। দেশ বিদেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও শুভেচ্ছা জানিয়েছেন সৌরভকে।
View this post on Instagram
মহেন্দ্র সিংহ ধোনি জমানার আগে সৌরভের নেতৃত্বেই দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় দল। ভারতীয় ক্রিকেটের কালো অধ্যায় থেকে দলকে তুলে এনেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ১৯৯৬ সালে লর্ডসে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন সৌরভ। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।
View this post on Instagram
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানাতে গিয়ে লিখল কলকাতা নাইট রাইডার্স (KKR)। সঙ্গে সৌরভের মহারাজার বেশে ছবি। কেকেআরের পোস্টের পর প্রশ্নও উঠল। নেটিজেনরা জিজ্ঞেস করলেন, পুরনো তিক্ততা ভুলতেই কি এই পোস্ট নাইটদের?
View this post on Instagram
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৫১ বছর পূর্ণ করলেন আজ, ৮ জুলাই, শনিবার। মহারাজের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবের আবহ ভারতীয় ক্রিকেটমহলে (Indian Cricket Team)। সকাল থেকে অভিনন্দন বার্তায় ভাসছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক।
কেকেআর সৌরভের একটি ছবি পোস্ট করে। সেই ছবিতে সৌরভকে দেখা যাচ্ছে মহারাজের বেশে। সিংহাসনে আসীন। মাথায় রাজমুকুট। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, 'মহারাজা, তোমারে সেলাম... জন্মদিনের অনেক শুভেচ্ছা প্রিন্স অফ ক্যালকাটাকে'।