Virat Kohli: বিরাট কোহলিকে ভারতরত্ন পুরস্কার দেওয়ার দাবি তুললেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অলরাউন্ডার
Suresh Raina On Virat Kohli: সচিন তেন্ডুলকর পরবর্তী জমানার টিম ইন্ডিয়ার সেরা ব্যাটার। গত বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে অবসরের পর টেস্ট ফর্ম্য়াট থেকেও কিছুদিন আগেই সরে দাঁড়িয়েছেন।

মুম্বই: ভারতীয় ক্রিকেটের তো অবশ্যই বিশ্ব ক্রিকেটের আইকন বিরাট কােহলি (Virat Kohli)। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ভারতীয় দলের জার্সিতে একাধিক রেকর্ড নিজের ঝুলিতে পুরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্যা ৮০। ওয়ান ডে ফর্ম্যাটে শতরানের অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন। সচিন তেন্ডুলকর পরবর্তী জমানার টিম ইন্ডিয়ার সেরা ব্যাটার। গত বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে অবসরের পর টেস্ট ফর্ম্য়াট থেকেও কিছুদিন আগেই সরে দাঁড়িয়েছেন। এবার বিরাটকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন তাঁরই জাতীয় দলের প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না।
সম্প্রতি স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে সুরেশ রায়না বলেছিলেন, ''বিরাট কোহলি যে পর্যায়ের ক্রিকেটার, তাতে তাঁকে আমার মতে ভারতরত্ন পুরস্কার দেওয়া উচিৎ ওঁকে, বিরাট যোগ্য দাবিদার। ভারতীয় ক্রিকেটে ওঁর অবদান অনস্বীকার্য।''
নিজের ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ঝুলিতে পুরেছেন ৯২৩০ রান। ওয়ান ডে ফর্ম্য়াটে ৩০২ ম্যাচে খেলতে নেমে ১৪, ১৮১ রান করেছেন। ঝুলিতে ৫০টি শতরানও রয়েছে বিরাটের। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১২৫ ম্য়াচে ৪১৮৮ রান করে নিয়েছেন। ১টি শতরান ও ৩৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে রোহিত ও বিরাটের ভূমিকা ছিল অনস্বীকার্য।
এদিকে, আরসিবি যদি ফাইনালে ওঠে, তবে বিরাটদের খেলা দেখতে মাঠে আসবেন বলে জানালেন এবি ডিভিলিয়ার্স। প্রাক্তন প্রোটিয়া তারকা জানিয়েছেন, সেক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন প্রোটিয়া তারকা। যদি আরসিবি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয়, তবেই ফাইনাল দেখতে ও বিরাটদের সঙ্গে দেখা করতে তিনি আসবেন ভারতে। উল্লেখ্য, আগামী ৩ জুন টুর্নামেন্চের ফাইনাল। তবে ভেনু এখনও নিশ্চিত করা হয়নি। নিজের ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে এবিডি জানিয়েছেন, ''আমার কথাটা মার্ক করে রাখা হোক। যদি আরসিবি আইপিএলের ফাইনালে জায়গা করে নেয়, তবে আমি অবশ্যই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখব। ছেলেদের জন্য গলা ফাটাব। বিরাট কোহলির সঙ্গে ট্রফি তুলে নেওয়ার থেকে বেশি স্বস্তি আর কিছুতে পাব না আমি। অনেকগুলো বছর এই চেষ্টাটাই করে গিয়েছিলাম আমি।''
আরসিবি গতকাল কেকেআরের বিরুদ্ধে নেমেছিল। কিন্তু বৃষ্টির জন্য খেলা ভেস্তে যায়। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয় দু দলের মধ্যে।
আরও পড়ুন: বিরাট, রোহিতের অবসরের পর এবার ইংল্যান্ড সফরের আগেই বোর্ডের কড়া হুঁশিয়ারি গম্ভীরকে




















