India vs England: গোটা ইংল্যান্ড সফর বেঞ্চে বসেই কাটিয়ে দিলেন এই তিন তারকা ক্রিকেটার, বঞ্চনার শিকার?
Ind vs Eng: অভিমন্যু ঈশ্বরণ, অর্শদী সিংহ ও কুলদীপ যাদব। টিম কম্বিনেশনে খাপ খাচ্ছেন না - এই দোহাই দিয়ে বারবার তিনজনকে বসিয়ে রাখা হচ্ছে।

লন্ডন: তাঁরা সতীর্থ। সেই সঙ্গে দুঃসময়ের সঙ্গীও যেন। সমস্বরে চিৎকার করে উঠতে পারেন, আর কবে, আর কবে?
অভিমন্যু ঈশ্বরণ, অর্শদী সিংহ ও কুলদীপ যাদব। টিম কম্বিনেশনে খাপ খাচ্ছেন না - এই দোহাই দিয়ে বারবার তিনজনকে বসিয়ে রাখা হচ্ছে। এঁদের মধ্যে অভিমন্যু ও অর্শদীপের ভারতের টেস্ট দলের জার্সিতে অভিষেকও হয়নি। বারবার ব্যর্থ হয়েও দলে সুযোগ পাচ্ছেন বি সাই সুদর্শন, করুণ নায়াররা। অথচ অভিমন্যু-অর্শদীপ কিংবা কুলদীপের জন্য দরজা খুলছে না। তাই টেস্ট দলে থেকেও কোনও ম্যাচ না খেলে দেশে ফিরতে হবে তারকা ত্রয়ীকে।
ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট খেলা হচ্ছে দ্য ওভাল মাঠে। প্রথম ৪ ম্যাচের পর সিরিজে টিম ইন্ডিয়া ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই ম্যাচের জন্য ভারতীয় দল তাদের প্রথম একাদশে চারটি বড় পরিবর্তন এনেছে, কিন্তু দলে থাকা কিছু প্লেয়ার এমন ছিলেন যারা পুরো সিরিজে বেঞ্চে বসেই কাটিয়ে দিলেন। এদের মধ্যে একটি নাম হল কুলদীপ যাদব, যাঁকে প্রথম টেস্ট থেকেই প্রথম একাদশে অন্তর্ভুক্ত করার দাবি উঠছিল।
এই ৩ জন ভারতীয় সুযোগ পেলেন না
এদের মধ্যে প্রথম নামটি হল রিস্ট স্পিনার এবং চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের। ম্যাঞ্চেস্টার টেস্টেও কুলদীপকে খেলানোর দাবি উঠেছিল, কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট তা করেনি। এমনকী, পঞ্চম ম্যাচের আগেও কুলদীপের নাম প্লেয়িং ইলেভেনের জন্য শোনা যাচ্ছিল, কিন্তু যখন প্রথম একাদশের ঘোষণা হয়, তখন সেখানে কুলদীপের নাম ছিল না।
দ্বিতীয় নাম অভিমন্যু ঈশ্বরণের, যিনি সাধারণত ওপেনিংয়ে ব্যাটিং করেন। ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে। তাঁকে অস্ট্রেলিয়া সফরেও ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু তখনও খেলার সুযোগ পাননি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও তিনি সুযোগ পাননি। যশস্বী জয়সওয়াল এই সিরিজে লাগাতার ব্যর্থ হয়েছেন, অন্যদিকে ৩ নম্বরে করুণ নায়ার এবং সাই সুদর্শন সুযোগ পেলেও তাঁরাও ভাল খেলতে পারেননি। এই সবের পরেও অভিমন্যু ঈশ্বরণকে টপ অর্ডার ব্যাটিংয়ে সুযোগ দেওয়া হয়নি।
এই তালিকায় তৃতীয় নাম অর্শদীপ সিংহের, যিনি পুরো সিরিজে তাঁর টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে থাকেন। শেষ ম্যাচে দুটি স্থান খালি ছিল কারণ যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, অন্যদিকে অংশুল কম্বোজ খারাপ পারফর্ম করার কারণে বাদ পড়েছিলেন। একদিকে বুমরার জায়গায় আকাশদীপকে আনা হয়েছিল, অন্যদিকে অংশুলের জায়গায় অর্শদীপকে আনা যেত, কিন্তু আসলে প্রসিদ্ধ কৃষ্ণর একাদশে প্রত্যাবর্তন ঘটানো হয়।




















