Team India Coach: IPL জয়ের ছকেই টিম ইন্ডিয়ায় সাফল্য পেতে উদ্যোগী গম্ভীর? ভারতীয় দলে যোগ দেবেন KKR-র আরও এক সদস্য!
Abhishek Nayar: কেকেআরের হয়ে খেতাবজয়ী দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন অভিষেক নায়ার।
নয়াদিল্লি: সদ্যই ভারতীয় দলের (Indian Cricket Team) প্রধান কোচ হিসাবে সরকারিভাবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম ঘোষণা করা হয়েছে। দ্রাবিড় জমানার অবসান হয়েছে। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের পাশাপাশি তাঁর গোটা সাপোর্ট স্টাফই বিশ্বকাপের পর বিদায় নিয়েছে। গম্ভীর নিজেই ভারতীয় বোর্ডের কাছে নিজের সাপোর্ট স্টাফ বাছাই করার আবেদন রেখেছিলেন বলে শোনা যাচ্ছে। খবর অনুযায়ী কেকেআরের খেতাবজয়ী মেন্টর নাইট শিবির থেকেই আরও এক সদস্যকে ভারতীয় দলের তাঁর সাপোর্ট স্টাফের অংশ হিসাবে চান। কে তিনি?
তিনি আর কেউ নন, অভিষেক নায়ার (Abhishek Nayar)। কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের ফ্র্যাঞ্চাইজির সাফল্যের অন্যতম বড় কারণ। জাতীয় দলের হয়ে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা নায়ার ঘরোয়া ক্রিকেটের সম্পর্কে অবগত। অতীতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে খেলেছেন। তাঁর সঙ্গে নায়ারের সম্পর্কও বেশ ভাল। তবে নায়ার প্রাথমিকভাবে ব্যাটিং কোচ হতে পারেন বলে শোনা গেলেও, তিনি ব্যাটিং কোচ নন, বরং সহকারী কোচ হিসাবেই দলের সঙ্গে যোগ দিতে পারেন। গম্ভীর নিজেই ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে পারেন।
বোলিং কোচের ভূমিকায় কে থাকবেন, সেই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এক্ষেত্রে লক্ষ্মীপতি বালাজি এবং বিনয় কুমারের নাম শোনা যাচ্ছে। উভয়ের সঙ্গেই অতীতে কেকেআরে কাজ করেছেন গম্ভীর। দুইজনেই নাইটদের হয়ে অতীতে খেলেছেনও। তবে এক্ষেত্রে অন্য কোনও বড় নামও টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসাবে দায়িত্ব নিতে পারেন। এবার শেষমেশ গম্ভীরের সাপোর্ট স্টাফে আর কারা কারা যুক্ত হন এখন সেটাই দেখার বিষয়।
তবে নায়ার যদি সত্যিই টিম ইন্ডিয়ার দায়িত্ব নেন, তাহলে সেক্ষেত্রে কেকেআর কিন্তু জোড়া ধাক্কা খাবে। একেই তারা মেন্টরের দায়িত্ব নিয়েই খেতাব জেতানো গম্ভীরকে হারিয়েছে। উপরন্তু, দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত নায়ার দলের হয়ে প্রতিভা অন্বেষণ থেকে নাইট অ্যাকাডেমির দায়িত্ব পালন, না না গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি চলে গেলে সেক্ষেত্রে নিঃসন্দেহেই নাইট শিবিরের বড় ক্ষতি হতে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দায়িত্ব নিয়ে প্রথম মরশুমে খেতাবজয়, টিম ইন্ডিয়ার কোচ হওয়া গুরু গম্ভীরের বিদায়ে কী লিখল কেকেআর?