T20 Ranking: টি-টোয়েন্টি ব্যাটারদের দ্বিতীয় স্থানে অভিষেক, সিরিজ সেরার পুরস্কার পেয়ে বিরাট লাফ বরুণের
Abhishek Sharma And Varun Chakravarthy: এই ফর্ম্য়াটে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক ম্য়াচে ব্যক্তিগত সর্বােচ্চ রানের মালিক এখন অভিষেকই। রোহিত শর্মার পর দ্বিতীয় দ্রুততম শতরানের মালিকও তিনি।

দুবাই: টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ইংল্য়ান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচে দুর্দান্ত শতরান হাঁকিয়েছিলেন বাঁহাতি তরুণ ভারতীয় ওপেনার। এই ফর্ম্য়াটে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক ম্য়াচে ব্যক্তিগত সর্বােচ্চ রানের মালিক এখন অভিষেকই। রোহিত শর্মার পর দ্বিতীয় দ্রুততম শতরানের মালিকও তিনি।
সিরিজের শুরু থেকেই অভিষেক দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্যাট হাতে। পঞ্চম ম্য়াচে ৫৪ বলে ঝোড়ো ১৩৫ রানের ম্য়াচ জেতানো ইনিংস খেলেছিলেন। যার পর সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে ৩৮ ধাপ এগিয়ে এসেছেন ২৪ বছরের তরুণ ব্যাটার। তিনি ২ নম্বরে উঠে এসেছেন ক্রমতালিকায় উঠে এসেছেন। গোটা টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহকও অভিষেক। তিনি মোট ২৭৯ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় মোট ৫৫.৮০। ২১৯.৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিনি। একটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি।
এই মুহূর্তে ফর্মে না থাকলেও টি-টােয়েন্টিতে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষেই রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। অভিষেক হেডের থেকে ২৬ রেটিং পয়েন্ট পেছনে রয়েছেন এই মুহূর্তে। ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিলক ভার্মা। গোটা সিরিজে রান না পাওয়ার ফলে সূর্যকুমার যাদব পঞ্চম স্থানে নেমে গিয়েছেন।
বোলারদের তালিকায় বিশাল উন্নতি করেছেন বরুণ চক্রবর্তী। গোটা সিরিজে মোট ১৪ উইকেট নিয়েছেন তিনি। একটি ম্য়াচে পাঁচ উইকেটও নিয়েছেন। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ভারতের আরেক লেগস্পিনার রবি বিষ্ণোই চার ধাপ এগিয়ে ক্রমতালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন।
এদিকে, অভিষেক শর্মা বল হাতেও ভেল্কি দেখাতে পারেন বলে মনে করেন বিশ্বজয়ী কিংবদন্তি অফস্পিনার হরভজন সিংহ। পুরো দস্তুর বাঁহাতি স্পিনার হয়ে ওঠার দক্ষতা রয়েছে অভিষেকের। তাতে ভারতীয় ক্রিকেটই উপকৃত হবে বলে মত ভাজ্জির। হরভজন বলেছেন, 'আমি অভিষেককে আরও বেশি করে বল করতে দেখতে চাই। ও খুব ভাল বোলার। ওকে যখন কেরিয়ারের শুরুর দিকে দেখেছিলাম, ওর বলের সিম পজিশন নজর কেড়ে নিয়েছিল। তবে ও ব্যাটিংয়ের মতো মনোযোগ বোলিংয়ে দেয় না।'
জেমি ওভার্টনকে ছক্কা মেরে মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক শর্মা। যাঁর হাতে অভিষেক তৈরি, সেই যুবরাজ সিংহের টি-২০ বিশ্বকাপে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ১২ বলে রেকর্ড হাফসেঞ্চুরি রয়েছে। তাঁর ছাত্রও রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাসন করলেন ইংরেজ বোলারদের। করলেন ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
