Ahmedabad Plane Crash: মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সকল যাত্রীরই মৃত্যু! শোকে মূহ্যমান রোহিত-সূর্যকুমার-রশিদ খানরা
Air India Plane Crash: এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা নিয়ে শোকস্তব্ধ রোহিত শর্মা থেকে শুরু করে রশিদ খান।

মুম্বই: তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। টি-২০ থেকে আগেই অবসর নিয়েছিলেন। খেলবেন শুধু ওয়ান ডে ক্রিকেট। পাখির চোখ, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ। অধিনায়ক হিসাবে ওয়ান ডে বিশ্বকাপ মাথার ওপর তুলে ধরাই তাঁর লক্ষ্য।
সেই রোহিত শর্মা অবশ্য বৃহস্পতিবার ক্রিকেট নিয়ে চিন্তিত নন। তাঁর মন কাঁদছে আমদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য। সোশ্যাল মিডিয়ায় নিজের দুঃখের কথা জানালেন হিটম্যান।
আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন যে, বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সমবেদনা জানাচ্ছেন। আমদাবাদের ভয়াবহ ঘটনায় এখনও পর্যন্ত ২৪২ জন যাত্রীরই মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি যে এলাকায় বিমানটি আছড়ে পড়েছে, সেখানকার বাসিন্দাদের অনেকেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। রোহিত শর্মার আগে ইরফান পাঠান, ইউসুফ পাঠান এবং হরভজন সিংহ সহ আরও অনেক ক্রিকেটার এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
রোহিত শর্মা ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন, যেখানে তিনি লিখেছেন, "আমদাবাদ থেকে খুবই দুঃখজনক এবং মর্মস্পর্শী খবর এসেছে। এই ঘটনায় যাদের জীবনহানি হয়েছে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।" এর আগে সূর্যকুমার যাদবও এই দুঃখজনক ঘটনার উপর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, তিনি সকল ক্ষতিগ্রস্ত মানুষের সুস্থ থাকার কামনা করছেন।
Instagram story of Rohit Sharma for Ahmedabad incident. 🙏 pic.twitter.com/q3E4QPXeAQ
— Johns. (@CricCrazyJohns) June 12, 2025
আমদাবাদ থেকে লন্ডনগামী এই বিমানে ক্রু সদস্য সহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডার ব্যক্তিও এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটে সফর করছিলেন। কেবল ভারতই নয়, বিদেশি খেলোয়াড়রাও এই দুঃখের মুহূর্তে বিষণ্ণ হয়ে পড়েছেন। আফগানিস্তান দলের তারকা স্পিনার রশিদ খানও এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
আমদাবাদে ভয়াবহ বিমান-বিপর্যয়। বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যু, সংবাদসংস্থা AP সূত্রে খবর। মৃতদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের। ঝলসে যাওয়া দেহ চিহ্নিত করতে DNA পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের পরিবারের থেকে DNA-এর নমুনা নেওয়া হবে বলে খবর।
টেক অফের পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়ে লন্ডনগামী বিমান। সিভিল হাসপাতালের ৭ চিকিৎসকের মৃত্যু হয়েছে। দুপুর ১.৩৮ মিনিটে আমদাবাদ বিমানবন্দরের ২৩ নং রানওয়ে থেকে টেক অফ করেছিল বিমানটি। ভেঙে পড়ার আগে ATC-কে 'মে-ডে' বার্তা পাইলটের। ভেঙে পড়ার পর বিমানে বিধ্বংসী আগুন, পুড়ে খাক হয় বহুতল। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। তাই বিস্ফোরণও হয় আরও মারাত্মকভাবে।



















