Ashes 2025: বল হাতে নয়, ব্যাট হাতে অ্যাশেজের মঞ্চে নতুন নজির গড়লেন মিচেল স্টার্ক
ENG vs AUS: অ্য়াশেজের মঞ্চ প্রথম দুটো টেস্টেই জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে অ্য়াডিলেড ওভালে দুই দল খেলতে নেমেছে।

অ্যাডিলেড: বল হাতে তিনি বিশ্বসেরা। পেস আক্রমণে মিচেল স্টার্ক (Mitchell Starc) মানেই প্রতিপক্ষ ব্যাটারের পা কাঁপতে থাকে। কিন্তু এবার ব্য়াট হাতে নতুন নজির গড়লেন মিচেল স্টার্ক। অ্য়াশেজের (Ashes 2025) মঞ্চে অ্য়াডিলেড ওভালে প্রথম ইনিংসে অর্ধশতরানের সঙ্গে সঙ্গেই নতুন রেকর্ড গড়লেন। টেস্ট ক্রিকেটে মঞ্চে নয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে প্রথম ক্রিকেটার হিসেবে ১০টি অর্ধশতরানের ইনিংস খেলার নজির গড়লেন অজি তারকা।
অ্য়াশেজের মঞ্চ প্রথম দুটো টেস্টেই জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে অ্য়াডিলেড ওভালে দুই দল খেলতে নেমেছে। প্রথম দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান বোর্ডে তুলেছিল। মিচেল স্টার্ক ৩৩ রান করে অপরাজিত থেকে যান দিনের শেষে। এদিন যখন তিনি আউট হলেন, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৫৪ বলে ৭৫ রান। এখনও পর্যন্ত টেস্টে ৯৫ ইনিংসে ১৭৪৫ রান ঝুলিতে পুরে নিয়েছেন স্টার্ক। ৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৯৯।
View this post on Instagram
এর আগে প্রথম দিনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স। স্টিভ স্মিথ শরীর খারাপের জন্য খেলেননি। ওপেনিংয়ে খাওয়াজা নামেননি। ট্রাভিস হেডের সঙ্গে নেমেছিলেন আগের ম্য়াচে ওপেনিং করা জ্যাক ওয়েদারল্য়ান্ড। যদিও দুজনেই ব্যর্থ হন বড় ইনিংস খেলতে। মার্নাস লাবুশেন ১৯রানের ইনিংস খেলেন। তবে চার নম্বরে নেমে এদিন অর্ধশতরান করেন ওসমান খাওয়াজা। ১২৬ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি সহ ৮২ রান করেন বাঁহাতি অভিজ্ঞ অজি ব্যাটার। ক্যামেরন গ্রিন কোনও খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফিরে যান। শূন্য় রান করেই ফেরেন তিনি। কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবারই নিলাম থেকে ২৫ কোটি ২০ লক্ষ টাকা মূল্যে দলে নেওয়া হয়েছিল। কিন্তু পরের দিনই শূন্য রানে প্যাভিলিন ফিরলেন গ্রিন। উইকেট কিপার ব্যাটার অ্য়ালেক্স ক্যারি অবশ্য এদিন শতরানের ইনিংস খেলেন। ১৪৩ বলে ১০৬ রানের ইনিংসে আটটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। লোয়ার অর্ডারে জশ ইংলিশ ৩২ রান করেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের শেষে ৩৭১ রান বোর্ডে তুলেছিল।




















