Asia Cup: ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এশিয়া কাপ, ভারত-পাক দ্বৈরথ ৭ সেপ্টেম্বর?
Aisa Cup 2025 Update: আপাতত যে ক্রীড়াসূচি রয়েছে সেই অনুযায়ী ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা রয়েছে আগামী ৭ সেপ্টেম্বর। প্রত্যেক দলই এই মুহূর্তে তাঁদের দেশের সরকারের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে।

দুবাই: এশিয়া কাপ নিয়ে জলঘোলা চলছেই। কিছুদিন আগেই একটি খবর প্রকাশিত হয়েছিল যে হয়ত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এই টুর্নামেন্ট। এবার শোনা যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এশিয়া কাপ। পহেলগাঁও জঙ্গি হামলা ও তাতে ২৬ জন ভারতীয়র মৃত্যু, ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে এমনও শোনা গিয়েছিল যে ভারত হয়ত টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নেবে। তবে এবার আবার শোনা যাচ্ছে এশিয়া কাপেই দেখা মিলতে পারে ভারত-পাক দ্বৈরথের।
টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া যাক। সংযুক্ত আরব আমিরশাহিতেই টুর্নামেন্টটি আয়োজিত হবে। টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়োজক দেশ আমিরশাহি।
আপাতত যে ক্রীড়াসূচি রয়েছে সেই অনুযায়ী ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা রয়েছে আগামী ৭ সেপ্টেম্বর। প্রত্যেক দলই এই মুহূর্তে তাঁদের দেশের সরকারের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটেই হওয়ার কথা। টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হওয়ার কথা আগামী ২১ সেপ্টেম্বর।
এশিয়া কাপ শুরুর সম্ভাব্য দিন হিসেবে অনেকগুলো তারিখ উঠে এসেছিল এর আগে। জানা গিয়েছিল, যে এবারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা ১২ সেপ্টেম্বর থেকে। চলার কথা ২৮ তারিখ পর্যন্ত। গত বছর ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক চুক্তি হয়েছিল। যেখানে উল্লেখ ছিল দুটো দেশই একে অপরের ভেন্যুতে খেলবে না। সেক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে খেলবে। যেই চুক্তি অনুযায়ী এশিয়া কাপ আগের বারও ভারত পাকিস্তানে গিয়ে খেলেনি। সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতেই খেলেছিল।
পাঠানের বাজি আকাশ দীপ
আকাশ দীপ ভারতীয় টেস্ট দলের সঙ্গে শেষ কয়েকটি সিরিজে রয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতেও তাঁকে খেলতে দেখা গিয়েছে। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছেন। পাঠান মনে করেন মহম্মদ শামির সঙ্গে বোলিংয়ে অনেক মিল রয়েছে আকাশ দীপের। তাই তাঁকে খেলানো হতে পারে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলছেন, ''যদি বুমরা না খেলে, তাহলে প্রশ্ন উঠতে যে তাঁর পরিবর্তে কাকে খেলানো হতে পারে। নেটে আমরা যা দেখেছি, সেই হিসেবে বলতে গেলে আকাশ দীপ একেবারে যোগ্য বিকল্প হতে পারে। আমার মনে হয় ও একেবারে শামির মত বোলিং করে।''




















