আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Ajay Jadeja On Gambhir: গম্ভীরের পরামর্শের দরকার নেই, কলকাতায় এসে কেন এ কথা বললেন প্রাক্তন তারকা?
India vs Bangladesh: সদ্য পাকিস্তানকে তাদের দেশে গিয়ে টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে পরীক্ষা ভারতের।
কলকাতা: ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই বছরের শেষের সেই সিরিজের দিকে তাকিয়ে রয়েছেন। ভারতীয় দল যাবে অস্ট্রেলিয়ার (IND vs AUS) মাটিতে পরীক্ষা দিতে। আগের দুই সফরে অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। এবার হ্যাটট্রিকের হাতছানি।
এবারও ভারত ভালই ফল করবে, আশাবাদী অজয় জাডেজা (Ajay Jadeja)। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ সম্মান দিল সিএবি। সেই অনুষ্ঠানের শেষে জাডেজা বললেন, 'অস্ট্রেলিয়ায় আমরা আগেও খুব ভাল খেলেছি। আবার পারব না কেন? আমাদের বরং আগের চেয়েও ভাল খেলা উচিত।'
সদ্য পাকিস্তানকে তাদের দেশে গিয়ে টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে পরীক্ষা ভারতের। টিম ইন্ডিয়ার বিরুদ্ধেও চমক দেবে বাংলাদেশ? 'যে কোনও দলই যখন জিতে আসে, ছন্দে থাকে। জিতলে ওদের বিশ্বাস তৈরি হয় যে, ওরাও জিততে পারে। তবে পাকিস্তান ক্রিকেট দল আর ভারতীয় ক্রিকেট দলের মধ্যে এই মুহূর্তে বেশ পার্থক্য রয়েছে। ভারত অনেক বেশি শক্তিশালী দল। তবে বাংলাদেশের দিক থেকে দেখলে হ্যাঁ ওরা বিশ্বাস করবে যে একটা দলকে হারাতে পারলে আর একটা দলকে পারবে না কেন?' বলছিলেন জাডেজা।
যোগ করলেন, 'তবে আমি মনে করি আমরা অনেক বেশি প্রস্তুত। দল হিসাবেও অনেক এগিয়ে। তবে অবশ্যই বাংলাদেশ লড়াই করবে। তার একটা কারণ ওরা স্পিন বোলিংটা ভাল খেলে। ওরা স্পিন বোলিংও করে ভাল। পরিবেশ-পরিস্থিতি ওদের সাহায্য করবে।'
কোচ গৌতম গম্ভীরকে কেমন দেখছেন? জাডেজার কথায়, 'আমি মনে করি গম্ভীরের অবস্থান খুব স্পষ্ট। ক্রিকেট খেলার সময় বা পরে মেন্টর হিসাবে দায়িত্ব পালনের সময়েও সেটাই দেখেছি। এখনকার দিনে সকলের খেলা বা মনোভাবই দেখা যায়। গম্ভীর আগ্রাসী। একটা ব্যাপার নিশ্চিত যে, গম্ভীর থাকলে কখনও কোনও সাদামাটা মুহূর্ত থাকবে না। সব সময়ই ওর চিন্তাভাবনা কাজে লাগানোর চেষ্টা করবে। অবশ্যই ওর মনোভাব এমন হবে না যে বসে থাকবে আর যা যেমন ঘটার সেরকমভাবে ঘটতে দেখবে। গম্ভীর থাকলে কিছু না কিছু করতেই থাকবে। যেমন আমরা দেখলাম সূর্যকুমার যাদবকে টি-২০ দলের অধিনায়ক করা হল। আমি অপেক্ষায় রয়েছি ওর আমলে এ বছরে কত রোমাঞ্চ দেখা যাবে।'
জাডেজা নিজে আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসাবে কাজ করেছেন। গম্ভীরকে কী পরামর্শ দেবেন? জাডেজা বলছেন, 'গম্ভীরের কোনও পরামর্শের দরকার আছে বলে মনে করি না। ওর কোচিংয়ের ধরন ভাল লেগেছিল বলেই যাঁরা ওকে নিয়োগ করেছেন, তাঁরা ওকেই বেছেছেন। আমিও গম্ভীরের উদ্দেশে বলব, বাইরের কারও কথা শোনার দরকার নেই।'
আরও পড়ুন: পুরুষ-নারী বিভেদ দূর হোক, মহিলাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ মহম্মদ শামির
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement