(Source: ECI/ABP News/ABP Majha)
Indian Cricket Team: আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের তুরুপের তাস হতে পারেন তারকা স্পিনার, দাবি আগরকরের
Kuldeep Yadav: সদ্য সমাপ্ত এশিয়া কাপে কুলদীপ যাদব টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলেন।
নয়াদিল্লি: আর মাসখানেকও বাকি নেই। ৫ অক্টোবর থেকে দেশের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ১২ বছর পর ফের একবার ঘরের মাটিতে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন ভারতীয় দলের (Indian Cricket Team) অনুরাগীরা। আসন্ন বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এমনটাই মনে করছেন পুরুষ দলের প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)।
পরিবেশ, পরিস্থিতি যেমনই হোক না কেন, কুলদীপের যা ফর্ম, তাতে তিনি প্রতিপক্ষকে চাপে ফেলবে বলেই দাবি আগরকরের। তিনি বলেন, 'ও ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করেছে। যেমনই প্রতিপক্ষ হোক না কেন, তাদের বিরুদ্ধে বিরুদ্ধে পারফর্ম করেছে। ভারতীয় দলের তুরুপের তাস ও। ও বর্তমানে যা পারফর্ম করছে, তাতে আমরা উচ্ছ্বসিত এবং খুবই খুশি।'
আগরকর বেশ কয়েকদিন আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে কুলদীপ যাদবের সঙ্গে কাজ করেছেন। সেই সূত্রে কুলদীপের বোলিংয়ের বিষয়ে ভালভাবেই অবগত তিনি। আগরকরের মতে কুলদীপ আর পাঁচজনের থেকে খানিকটা ভিন্ন। 'আমি দুই বছর মতো ওর সঙ্গে আইপিএলে কাজ করেছি। ওর মধ্যে বিশেষ দক্ষতা রয়েছে এবং সেটা খুব সহজেই বোঝা যায়। কোনও না কোনও সময়ে সবাইকেই একটু ভরসা জোগানোর প্রয়োজন হয়। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঠিক সেটাই করেছে। এর ফলাফল তো বর্তমানে ২২ গজে স্পষ্টই ধরা পড়ছে। আশা করছি ও যেন নিজের এই ফর্মটা বজায় রাখে, কারণ বেশিরভাগ প্রতিপক্ষই ওর বোলিংটা বুঝতে বেশ বিপাকে পড়ছে। ভবিষ্যতের কথা ভেবে আমরা সকলেই খুব উচ্ছ্বসিত।'
বিশ্বকাপের আগে সদ্য সমাপ্ত এশিয়া কাপে কুলদীপ যাদব দুরন্ত পারফর্ম করেছেন। তাঁর বোলিংয়ে ভর করেই সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারতীয় দল। তিনি দুই প্রতিপক্ষের বিরুদ্ধে যথাক্রমে পাঁচটি ও চারটি উইকেট নেন। নয় উইকেট নিয়ে এশিয়া কাপে টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হন কুলদীপই। এরপর তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে। তবে সিরিজের প্রথম দুই ওয়ান ডে ম্যাচে তিনি নেই। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। অজ়িদের বিরুদ্ধে একমাত্র শেষ ওয়ান ডে ম্যাচেই তিনি ভারতীয় একাদশে থাকতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য় রোহিতদের নতুন জার্সি প্রকাশ, রইল কি নতুনত্ব?