IND vs AUS: আসতে পারে বড় খবর! মেলবোর্নেই কি শেষ হচ্ছে রোহিতের টেস্ট কেরিয়ার?
Border Gavaskar Trophy: এই মুহূর্তে মেলবোর্ন টেস্ট খেলছে ভারত। পিটিআই সূত্রে খবর, অজিত আগরকর এই মুহূর্তে অস্ট্রেলিয়াতেই আছেন। সেখানেই হয়ত আলোচনা সারবেন নির্বাচক প্রধান।

মেলবোর্ন: তাহলে কি সেই সময়টা চলেই এল? কয়েক মাস আগেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। এবার কি টেস্ট ক্রিকেটেও পথ চলা শেষ হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma)? সম্ভাবনা কিন্তু প্রবল। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) একেবারেই ফর্মে নেই রোহিত। এমনকী টেস্টে গত ৩ মাসে ধারাবাহিক ব্যর্থতা চলছেই। দলও তাঁর নেতৃত্বে একের পর এক ম্য়াচ হারের মুখ দেখছে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, দ্রুত টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন রোহিত শর্মা। এই মুহূর্তে মেলবোর্ন টেস্ট খেলছে ভারত। পিটিআই সূত্রে খবর, অজিত আগরকর এই মুহূর্তে অস্ট্রেলিয়াতেই আছেন। আর সেখানেই ভারত অধিনায়কের সঙ্গে তাঁর টেস্ট ক্রিকেটে সিদ্ধান্তের বিষয়ে আলোচনাও সারবেন হয়ত।
গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের যে মরশুম তাতে দুর্দান্ত ছিল রোহিতের পারফরম্য়ান্স। ৪৩ ইনিংসের মধ্যে মাত্র পাঁচটি ইনিংসে তিনি দু অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। কিন্তু চলতি বছরে তলানিতে ঠেকেছে টেস্ট ক্রিকেটে রোহিতের ফর্ম। মাত্র ২৫ ইনিংসে খেলে তাঁর মধ্যে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন ১০ বার। গত বাংলাদেশ সিরিজ থেকে শুরু করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও এখনও পর্যন্ত অ্য়াডিলেড, ব্রিসবেন ও মেলবোর্নে প্রথম ইনিংস বারবার ব্যর্থ হয়েছেন। এছাড়াও অধিনায়ক হিসেবেও অনেক সময় তাঁর সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরেছে সম্প্রতি। বুমরার নেতৃত্বে চলতি টেস্ট সিরিজে প্রথম ম্যাচেই পারথে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। কিন্তু রোহিত ফিরে আসার পর দুটো টেস্টে কোনও জয় নেই। অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্ট মিলে তাঁর স্কোর যথাক্রমে ৩, ৬, ১০। মেলবোর্নে শুক্রবার ৫ বল খেলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়ন ফেরেন। এমসিজিতে ওপেনিং স্লটে ফিরেও কামিন্সের বলে বাজে শট খেলে ক্যাচ আউট হন।
শেষ আট টেস্টে রোহিতের সংগ্রহ মাত্র ১৫৫ রান। ১১.০৭ লজ্জার গড়। পিটিআই সূত্রে খবর, দ্বিতীয় ও তৃতীয় টেস্টে মিডল অর্ডারে ব্যাটিং করার সময় অস্বস্তি অনুভব করছিলেন হিটম্য়ান। যার জন্য মেলবোর্নে শুভমন গিলকে বসিয়ে দেওয়া হয় রোহিতকে টপ অর্ডারে খেলানোর জন্য। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। এমনকী চলতি টেস্ট সিরিজের ভারতের সর্বাধিক রান সংগ্রাহক কে এল রাহুলকেও ওপেনিংয়ে ভাল পারফর্ম করার পরও সেই জায়গা থেকে সরিয়ে দেওযা হয়। রোহিত অবশ্য রান পাননি কিছুতেই। এরপরই হয়ত তাঁর টেস্ট ক্রিকেট কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। এখন দেখার মেলবোর্ন নাকি সিডনি টেস্টের পর সাদা পোশাককে আলবিদা জানান হিটম্য়ান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
