Ambati Rayudu: রাজনীতির ময়দানে নামার দিনকয়েক পরেই সিদ্ধান্ত বদল, কারণ ব্যাখা করলেন আম্বাতি রায়াডু
MI Emirates: ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার পর এ মরশুমে আইএলটি২০-তে ফের একবার এমআই ফ্র্যাঞ্চাইজির হয়ে রায়াডুকে খেলতে দেখা যাবে।
নয়াদিল্লি: দিন কয়েক আগেই রাজনীতির ময়দানে নেমেছিলেন আম্বাতি রায়াডু (Ambati Rayudu)। পার্টি সুপ্রিমো ওয়াই এস জগন মোহন রেড্ডির উপস্থিতিতেই ২৮ ডিসেম্বর যোগ দিয়েছিলেন ওয়াইএসআরসিপি (YSRCP) দলে। তবে ৬ জানুয়ারিই পার্টি ছাড়ার কথা জানিয়ে রাজনীতি থেকে জন্য বিরতি নেওয়ার কথাও বলেছিলেন। এবার নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখা করলেন। আইএলটি২০ (ILT20) দ্বিতীয় মরশুমে এমআই এমিরেটসের (MI Emirates) হয়ে খেলবেন বলেই রায়াডু রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রায়াডু।
রায়াডুর পোস্ট অনুযায়ী আইএলটি-টোয়েন্টির নিয়ম রাজনীতিবদদের ক্রিকেটার হিসাবে টুর্নামেন্টে অংশগ্রহণের নিয়ম নেই। সেই কারণেই তিনি তড়িঘড়ি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় রায়াডু লেখেন, 'আমি, আম্বাতি রায়াডু ২০ জানুয়ারি থেকে দুবাইয়ে অনুষ্ঠিত আইএলটি২০-তে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করব। এখানে পেশাদার খেলোয়াড় হিসাবে খেলতে হলে আমার রাজনীতি থেকে থাকার নিয়ম নেই।'
I Ambati Rayudu will be representing the Mumbai Indians in the upcoming ILt20 from jan 20th in Dubai. Which requires me to be politically non affiliated whilst playing professional sport.
— ATR (@RayuduAmbati) January 7, 2024
ভারতের জার্সিতে ৬১টি ম্যাচ খেলেছেন তারকা মিডল অর্ডার ব্যাটার। তবে ভারতীয় দল থেকে বহু আগেই বাদ পড়েছিলেন তিনি। ভারতের হয়ে ২০১৯ সালে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তিনি। বিদায় জানিয়েছিলেন তিনি। অবশ্য আইপিএলে খেলা চালিয়ে গিয়েছেন তিনি।
২০১০ সাল থেকে আট মরশুম মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন রায়াডু। জিতেছেন খেতাবও। তবে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পরবর্তীতে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৮, ২০২১ এবং ২০২৩ মরশুমে সিএসকের হলুদ জার্সিতে আইপিএল ট্রফিও জেতেন রায়াডু। ৩৮ বছর বয়সি তারকা গত আইপিএল মরশুম শেষেই নিজের অবসরের কথা ঘোষণা করেন। সেই সুবাদেই বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। সেই ২০১৭ সালের পর এ মরশুমে আইএলটি২০-তে ফের একবার এমআই ফ্র্যাঞ্চাইজির হয়ে রায়াডুকে খেলতে দেখা যাবে। মরুদেশে তিনি কতটা সফল হন, এবার সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে ব্যস্ত আফগানিস্তান সিরিজ়ে ব্রাত্য ভারতীয় তারকা ত্রয়ী