IND vs PAK: 'দারুণ খেলেছ অভিষেক', শোয়েবকে খোঁচা দিয়ে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন বিগ-বি
Asia Cup Final 2025: পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। অপরাজিত অর্ধশতরান করে দলকে জিতিয়েছেন তিলক বর্মা।

মুম্বই: নবমবারের জন্য এশিয়া কাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। রবিবার ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। অপরাজিত অর্ধশতরান করে দলকে জিতিয়েছেন তিলক বর্মা। পাকিস্তানকে হারানোর পর গোটা দেশজুড়ে ভালোবাসা পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই তালিকায় বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অমিতাভ লিখেছেন, "আমরা জিতে গিয়েছি। খুব ভালো খেলেছ 'অভিষেক বচ্চন', ওখানে জিভ হোঁচট খায়, আর এখানে কোনও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ছাড়াই শত্রুদের হারিয়ে দিয়েছ। মুখ বন্ধ ওদের একদম।" এই পোস্টের সঙ্গে হাসির ইমোজিও দিয়েছেন বিগ বি।
কিছুদিন আগেই এক টক শোয়ে উপস্থিত হয়ে অভিষেক শর্মাকে নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক বচ্চনের নাম নিয়েছিলেন শোয়েব আখতার। যা নিয়ে ট্রোলও হয়েছিলেন। এরপর অভিষেক নিজেও মজাদার উত্তর দিয়েছিলেন শোয়েবকে। এবার ভারত এশিয়া কাপ জেতার পর রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে খোঁচা দিলেন অমিতাভও।
উল্লেখ্য, এশিয়া কাপ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাকিস্তানের এক বেসরকারি চ্যানেলে। সেখানেই ভারত-পাকিস্তান ফাইনাল থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটারদের দাপট চলতি টুর্নামেন্টে, সব কিছু নিয়েই আলোচনা হচ্ছিল। সেখানেই শোয়েব আচমকাই বলে বসেন, ''পাকিস্তানের বোলাররা যদি অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করতে পারে, তাহলে ভারতের মিডল অর্ডার চাপে পড়ে যাবে।'' উপস্থিত সঞ্চালক ও অতিথিরা সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করেন 'বচ্চন নন, অভিষেক শর্মা!' কিন্তু ততক্ষণে ক্লিপটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
এরপরই শোয়েবকে ট্রোল করা শুরু হয়। এমনকী নিজের এক্স হ্যান্ডেল মজা করে শােয়েবকে উত্তরও দেন অভিষেক বচ্চন। তিনি লেখেন, ''স্যার, সর্বোচ্চ সম্মান রেখেই বলছি, আমাকে আউট করতেও পারবে না পাকিস্তানের বোলাররা! আমি তো ক্রিকেটই খেলি না।''
একবার নয়, দু বার নয়, তিন তিনবার। শেষ হাসি তোলা ছিল ভারতের জন্যই। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরল হ্যাটট্রিক করে ট্রফি জিতল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে তিনবারের সাক্ষাতে তিনবারই জিতল ভারত। তফাত বলতে, আগের দুই ম্যাচের মতো রবিবারের ফাইনাল একপেশে হয়নি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তানকে ২ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবম এশিয়া কাপ ঘরে তুলল ভারত। এতবার এশিয়া সেরার খেতাব জেতেনি আর কোনও দল। শ্রীলঙ্কা জিতেছে ৬ বার। পাকিস্তান? অনেক পিছিয়ে। মোটে দুবার চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।




















