Hernan Fennell Record: এক ম্যাচে জোড়া হ্যাটট্রিক! বাইশ গজে বিরল রেকর্ড মেসির দেশের ক্রিকেটারের
T20 Records: মেসির দেশ ফের খেলার মাঠের শিরোনামে। তবে আশ্চর্যজনক শোনালেও সত্যি হচ্ছে, ফুটবলে নয়, বরং ক্রিকেট মাঠে হইচই ফেলে দিয়েছে আর্জেন্তিনার এক ক্রিকেটার।
বুয়েনস আইরেস: যে দেশ ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন । পরপর দুবার কোপা আমেরিকা জিতেছে । ইউরোপের সেরা দল ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জিতেছে । গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা যে দেশকে পরবর্তী ফাইনালিসিমায় দেখার অপেক্ষায় । যে ম্যাচে আর্জেন্তিনার খেলার কথা স্পেনের সঙ্গে ।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে মাঠে নামের বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার হিসাবে স্বীকৃতি পাওয়া লিওনেল মেসি ।
সেই মেসির দেশ ফের খেলার মাঠের শিরোনামে। তবে আশ্চর্যজনক শোনালেও সত্যি হচ্ছে, ফুটবলে নয়, বরং ক্রিকেট মাঠে হইচই ফেলে দিয়েছে আর্জেন্তিনার এক ক্রিকেটার । হার্নান ফেনেল (Hernan Fennell) । যিনি এক ম্যাচে ডাবল হ্যাটট্রিক করলেন । টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্তিনার ম্যাচ ছিল কেম্যান আইল্যান্ডের বিরুদ্ধে (Argentina vs Cayman Islands) । বুয়েনস আইরেসের সেই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আর্জেন্তিনা ।
History books rewritten in Americas #T20WorldCup qualifying as an Argentine joins the double hat-trick club 😲
— ICC (@ICC) December 16, 2024
More 👇https://t.co/SQgM2Wmyyk
ম্যাচের শেষ ওভারে আগুন ঝরান হার্নান । পর পর চার বলে তিনি ফিরিয়ে দেন কেম্যান আইল্যান্ডের চার ব্যাটারকে । যে নজির বিশ্ব ক্রিকেটে তাঁর আগে রয়েছে মাত্র পাঁচজন বোলারের । আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আয়ার্ল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও ওয়াসিম ইয়াকুবুরের ।
আরও পড়ুন: আইপিএল নিলামের ছায়া ডব্লিউপিএলেও, ভারতীয় ক্রিকেটারেরা বিক্রি হলেন চড়া দামে
আরও পড়ুন: বুমরার লড়াই সত্ত্বেও দ্রুত ৪ উইকেট হারিয়ে কোণঠাসা ভারত, ব্রিসবেনে বাঁচাবে কি বৃষ্টি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।