Asia Cup 2023 Final: যেন অবিকল বিরাট, কোহলির সামনেই তাঁকে নকল করলেন ঈশান
IND vs SL: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে পর্যুদস্ত করে অষ্টমবার খেতাব জেতে ভারতীয় দল।
কলম্বো: প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final) শ্রীলঙ্কাকে দুরমুশ করে অষ্টমবার এশিয়া কাপের খেতাব জিতছে ভারতীয় দল (Indian Cricket Team)। মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপ। ৫০ রানে অল আউট হয়ে যান কুশল মেন্ডিসরা। জবাবে দশ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। এই দুর্দান্ত জয়ের পর স্বাভাবিকভাবেই গোটা টিম ইন্ডিয়া দারুণ মেজাজে ছিল। সেখানেই এক মজাদার দৃশ্য দেখা গেল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য গোটা ভারতীয় দলই মাঠে উপস্থিত হয়েছিল। সেখানেই অপেক্ষারত টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের খোশমেজাজে গল্প করতে দেখা যায়। এরই মাঝে ঈশান কিষাণ (Ishan Kishan) ও বিরাট কোহলিকে (Virat Kohli) একে অপরকে নকল করতে দেখা যায়। ঈশান কোহলির হাটা নকল করে দেখান, যা দেখে সেখানে উপস্থিত বিরাটসহ গোটা ভারতীয় দল হো হো করে হেসে উঠেন। এরপরেই কোহলিও ঈশানের হাটা নকল করে দেখান। এই গোটা বিষয়টার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনরা ঈশান-কোহলির খুনসুটি কিন্তু বেশ পছন্দই করছেন।
Ishan Kishan mimics Virat Kohli's walk. (Rohit Juglan).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 17, 2023
Virat Kohli counters it later! pic.twitter.com/1UWc7aaNsP
এই ম্যাচে বল হাতে এক ওভারে চার উইকেট নেন সিরাজ। দ্রুততম বোলার (বলের নিরিখে) হিসাবে পাঁচ উইকেট নিয়ে বিশ্বরেকর্ডও গড়েন সিরাজ। তাঁর ছয় উইকেটের জন্য তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। ম্যাচে বল হাতে তো তিনি দলকে জেতানই পাশাপাশি ম্যাচের পর নিজের কর্মকাণ্ডেও সকলের মন জেতেন ভারতের তারকা ক্রিকেটার। নিজের ম্যাচ সেরার পুরস্কারমূল্য গোটাটাই তিনি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের মাঠকর্মীদের উদ্দেশে দান করেন।
নিজের পুরস্কারমূল্য মাঠকর্মীদের দান করে সিরাজ বলেন, 'এই পুরস্কারমূল্যের পুরোটাই মাঠকর্মীদের জন্য। ওদের ছাড়া তো এই টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভবই হবে না।' অবশ্য সিরাজ নন, প্রবল বৃষ্টির মধ্যেই কঠোর পরিশ্রম করে মাঠ তৈরি করে ম্যাচ আয়োজন করার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফেও কলম্বো ও ক্যান্ডির মাঠকর্মীদের জন্য পুরস্কারের ঘোষণা করেন জয় শাহ। দুই মাঠের কর্মী ও পিচ প্রস্তুতকারকদের ভারতীয় মুদ্রায় প্রায় ৪১.৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপে খেলতে পারবেন না শ্রেয়স? কী বলছেন রোহিত?